ঢাকা, ০৮ জুলাই, ২০২৫
ProthomDesh24

ইসি সানাউল্লাহ

নির্বাচনের প্রচারণায় থাকছে না পোস্টার

নির্বাচনের প্রচারণায় থাকছে না পোস্টার

ছবি: সংগৃহীত

Publish : 04:26 PM, 19 June 2025.
নিজস্ব প্রতিবেদক :

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল মো. সানাউল্লাহ বলেছেন, ভোটের প্রচারে পোস্টার ব্যবহার করা যাবে না। তবে ব্যানার, ফেস্টুন ও লিফলেট বিতরণ করতে পারবেন প্রার্থীরা।
বৃহস্পতিবার (১৯ জুন) সপ্তম কমিশন সভা শেষে এ কথা বলেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে তার সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইসি মো. সানাউল্লাহ বলেন, নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা খসড়া চূড়ান্ত করা হয়েছে। আজ সীমানা নির্ধারণের বিষয় শেষ করতে পারিনি। আগামী সপ্তাহের শেষ নাগাদ সীমানা নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে অনেক কিছু আরপিও সংশোধন সাপেক্ষে হয়ে থাকবে।
তিনি আরও বলেন, পোস্টার থাকবে না। ব্যানার, ফেসটুন, লিফলেট আছে। সোস্যাল মিডিয়াতে ছবি ব্যবহার করতে পারবে। বিলবোর্ডের ব্যবহার যুক্ত করা হয়েছে। টি-শার্ট ব্যবহারে শিথিল করা হয়েছে।
ইসি মো. সানাউল্লাহ আরও বলেন, প্রার্থীরা নির্বাচনে প্রচারণার জন্য তিন সপ্তাহ সময় পাবেন। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদে যদি কেউ থাকেন আর তার প্রার্থিতা চূড়ান্ত হয়, তাহলে তাকে ওই পদ থেকে পদত্যাগ করতে হবে।

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@ProthomDesh24.com

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক
সৈয়দ মোমেনুজ্জামান

ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না

বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত

ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ

Develop by _ DigitalSolutions.Ltd