ঢাকা, ০৭ জুলাই, ২০২৫
ProthomDesh24

কানাডার বেগমপাড়ার গল্প এবার ইউটিউবে

কানাডার বেগমপাড়ার গল্প এবার ইউটিউবে

কানাডার বেগমপাড়ার গল্প এবার ইউটিউবে

Publish : 06:00 AM, 07 July 2025.
বিনোদন ডেস্ক :

কানাডায় বেগমপাড়ায় বসবাসরত বিলাসী জীবনযাপন নিয়ে মেতে থাকা পাঁচটি পরিবারের গল্প নিয়ে তৈরি হয়েছে টেলিফিল্ম ‘বেগমপাড়া’। রোববার ( ৬ জুলাই) টেলিফিল্মটি বেলা তিনটায় আরটিভির ইউটিউব চ্যানেল আরটিভি ড্রামায় মুক্তি পেয়েছে। প্রায় ৫৬ মিনিট দৈর্ঘ্যের টেলিফিল্মটি মুক্তির পর দুই ঘণ্টায় ভিউ হয়েছে প্রায় চার হাজার।

ওয়েব ফিল্মটি বানিয়েছেন অভিনেতা ও নির্মাতা কামাল হোসেন। তিনি জানান, কানাডায় তিনি দীর্ঘ সময় ধরে থাকেন। এই সময়ে দেশের একশ্রেণির মানুষের জীবন তাকে খুবই কৌতূহলী করে তোলে। তারা কানাডার বেগমপাড়ায় থাকেন। যারা অবৈধ আয়ে সমাজে একটা বিভেদ তৈরি করেছেন।

এর আগে এক সাক্ষাৎকারে নির্মাতা কামাল হোসেন সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘এই বেগমপাড়ায় যারা থাকেন, তাদের শতকোটি টাকার সম্পদ রয়েছে। দামি গাড়ি, বাড়ি, পার্টিতে এরা মাতোয়ারা। যাদের কোনোভাবেই বাঙালি বলে মনে হয় না। এতটাই ব্যয়বহুল জীবন যাপন করেন। অথচ এই মানুষেরা কেউ বাংলাদেশে রাজনীতি করেন, কেউ হুন্ডি ব্যবসা করেন, কেউ অসৎ উপায়ে দেশ থেকে টাকা পাচারের সঙ্গে জড়িত। এমন অনেকে আছেন, যাঁরা দেশের ক্ষতি করে টাকা পাঠিয়েছেন। এটা আমরা সবাই জানি। তাঁদের গল্পটিই ওয়েবে উঠে এসেছে।’

এই টেলিফিল্মে বাংলাদেশের রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ পাঁচ শ্রেণির মানুষের পরিবারের গল্প তুলে ধরা হয়েছে। যারা দেশে থেকে বিপুল টাকা অবৈধ পথে আয় করেছেন। সেই টাকায় স্ত্রী-সন্তানেরা যা ইচ্ছা, তা–ই করছেন কানাডায়—এমনটাই জানিয়েছিলেন কামাল হোসেন।

এই নির্মাতা তখন আরও বলেন, ‘এমনও পরিবার দেখেছি, যারা বেগমপাড়ায় ঘণ্টায় ঘণ্টায় পার্টির আয়োজন করে। কেউ স্ট্যাটাস মেনটেইন করার জন্য কোটি টাকা খরচ করছেন। এগুলো আমাদের চোখে অসামঞ্জস্যভাবে ধরা দেয়। কিন্তু দিনে শেষে অবৈধ পথে আয় করা অর্থে, লুটের সম্পদে জীবনযাপনের পরিণতি কী হয়, সেটাও আমাদের দেখা আছে। সেই গল্পই আমি ফিকশন আকারে দেখাচ্ছি।’

বাংলাদেশ ও কানাডার প্রবাসী অভিনয়শিল্পীরা এখানে অভিনয় করেছেন। কলাকুশলী টিমও ছিল বাংলাদেশের। এখানে অভিনয় করেছেন আফরান আহমেদ, আসিফ নাসারি, উনাইশা নায়ির, ইশরাত জাহান, নায়মা ফেরদৌসী, ইফফাত শারমিন প্রমুখ।

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@ProthomDesh24.com

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক
সৈয়দ মোমেনুজ্জামান

ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না

বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত

ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ

Develop by _ DigitalSolutions.Ltd