মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে সমুদ্র সৈকতে এক কিশোর টিকটক তারকাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের নাম ক্রিস্টোফার হোয়াইট। একই স্থান থেকে একটি ভিডিও পোস্ট করার কয়েক ঘণ্টা পর এ ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় মনমাউথ কাউন্টি প্রসিকিউটরের অফিস জানিয়েছে, গত ১২ জুন রাত ৯টার ঠিক আগে লং ব্রাঞ্চের পিয়ার এলাকায় ছিলেন টিকটকার ক্রিস্টোফার হোয়াইট। একবারই আঘাত করা হয়েছে তাকে এবং ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়েছে তাকে।
এ ঘটনায় চলতি সপ্তাহে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে খুন ও অবৈধ অস্ত্র রাখার মতো অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটররা। কিন্তু তিনি প্রাপ্ত বয়স্ক না হওয়ায় এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তবে সহযোগী হিসেবে ১৮ বছর বয়সী ডোয়াইন এক্সিলাসকে অবৈধভাবে অস্ত্র রাখার কারণে অভিযুক্ত করা হয়েছে। বর্তমানে তদন্তকারী কর্মকর্তারা এ ঘটনার মোটিভ অনুসন্ধান করছেন।
টিকটক তারকার বন্ধুরা জানিয়েছেন, স্থানীয় কিছু ছেলেরা তার (ক্রিস্টোফার হোয়াইট) টিকটক লাইভ ভিডিওর সময় বিরোধিতা করে এবং তাকে গালিগালাজ করতে থাকে। টিকটকারের বন্ধু জাইডেন রোচে বলেছেন, আমি মনে করি এ ঘটনাটি দাম্ভিকতা নিয়ে ছিল।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি যে, সন্দেহভাজন দুই ব্যক্তি আপাতদৃষ্টিতে টিকটক তারকাকে খুনের সঙ্গে জড়িত কি না এবং তারা টিকটকারকে কতটুকু জানেন। তবে খুনের ঘণ্টা দুয়েক আগে দুটি ভিডিও শেয়ার করেছিলেন ক্রিস্টোফাার হোয়াইট। এরমধ্যে একটি সৈকত থেকে, যেখানে হত্যা করা হয় তাকে। সেই ভিডিও ক্লিপে তাকে সৈকতের চেয়ারে বসে থাকতে দেখা গেছে। অন্য ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছিলেন, যারা তোমাকে উপেক্ষা করে তাদের থেকে দূরে থাকো, যতক্ষণ না তাদের কাছে তোমার প্রয়োজন হবে।
প্রসঙ্গত, ক্রিস্টোফার হোয়াইট একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে সাফল্য পাওয়া ছাড়াও একজন ছাত্র ক্রীড়াবিদ ছিলেন। যিনি উডব্রিজ হাই স্কুলের হয়ে ফুটবল খেলতেন এবং কুস্তিতে অংশ নিতেন। শর্টস ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে এক লাখ অনুসারী ছিল তার।
ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না
বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ
Develop by _ DigitalSolutions.Ltd