অধ্যাপক ডা. এসএম খালিদ মাহমুদ শাকিল একজন প্রখ্যাত চিকিৎসক
অধ্যাপক ডা. এসএম খালিদ মাহমুদ শাকিল একজন প্রখ্যাত চিকিৎসক, জাতীয়তাবাদী আদর্শে উদ্দীপ্ত মানবতাবাদী এবং দক্ষ সংগঠক, যিনি নিজের কর্মদীপ্তিতে সমাজে অমলিন আলো ছড়িয়েছেন ।
ডা. শাকিল সামাজিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। তিনি শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও জলবায়ু, নারী ও যুবকদের কল্যাণে বহুমুখী সহায়তামূলক ও সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নে বদ্ধপরিকর। তাঁর লক্ষ্য একটি সুস্থ, শিক্ষিত ও উন্নত সমাজ গড়ে তোলা।
ঝালকাঠির নৈকাঠি গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম তাঁর। পিতা মরহুম হরমুজ আলী ছিলেন সরকারের সিনিয়র সহকারী সচিব। তাঁর তিন ভাই চিকিৎসক, একজন শিক্ষক এবং তিন বোন উচ্চশিক্ষিত। তাঁর মা একজন রত্নগর্ভা।
গত মার্চ ও এপ্রিল ২০২৫ সালে দুটি বৃহৎ ঝালকাঠিতে ফ্রি চিকিৎসা ক্যাম্পে হাজার অধিক বিভিন্ন রোগীর বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে এবং আই ক্যাম্প মাধ্যমে রোগীকে বিনামূল্যে অপারেশন, ওষুধ ও চশমা প্রদান করেন। ফ্রি সেবামূলক ক্যাম্পিং এ তাঁরই সহোদর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ ও বিএনপি চেয়ারপার্সন এর অন্যতম উপদেষ্টা ড. জিয়াউদ্দীন হায়দার উপস্থিত ছিলেন।
বাংলাদেশ শিশু হসপিটাল এন্ড ইনস্টিটিউট এর তিনি আধুনিক অপারেশন থিয়েটার ও বাংলাদেশের প্রথম পেডিয়াট্রিক সার্জিক্যাল আইসিইউ প্রতিষ্ঠায় নেতৃত্ব দেন। রাজনৈতিক প্রতিহিংসার মুখেও তিনি সেবার ব্রত থেকে বিচ্যুত হননি।
বরিশাল ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে শিক্ষা সমাপ্ত করে ১৯৯০ সালে শেরে-ই বাংলা মেডিকেল কলেজে ভর্তি হন। সেখানে তিনি ছাত্রদলের নেতৃত্বে উঠে আসেন এবং ১৯৯৫-৯৬ সালে সভাপতির দায়িত্ব পালন করেন। রাজনৈতিক উত্তাপের মধ্যে ঝালকাঠিতে আন্দোলনের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়েন, যার জন্য মিথ্যা মামলায় কারাভোগ করেন। ১৯৯৭ সালে রাষ্ট্রদ্রোহের অভিযোগে পুনরায় কারাবরণ করেন এবং তাঁর পৈতৃক ভিটা আগুনে পুড়িয়ে দেওয়া হয়। তবু তিনি আদর্শে অটল থেকে দক্ষিণবঙ্গের রাজনীতিতে প্রভাব বিস্তার করেন।
২০০০ সালে বিএনপি চেয়ারপার্সনের উপস্থিতিতে সাংসদ মোশাররফ হোসেন মঙ্গুর কন্যা ডা. জাহানারা আক্তার লাইজুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
কর্মজীবনে তিনি ২০০৪ সালে বাংলাদেশ শিশু হাসপাতালে যোগ দেন। ২০১৬ সালে পেডিয়াট্রিক সার্জারিতে মাস্টার্স, ২০১৭ সালে ভারতে এবং ২০১৯ সালে ইতালিতে ফেলোশিপ অর্জন করেন। ২০২৩ সালে রিজেনারেটিভ মেডিসিনে উন্নত প্রশিক্ষণ নিয়ে চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচন করেন। ২০২৪ সালে তিনি শিশু হাসপাতালের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের প্রফেসর হন। জটিল সার্জারি, শিক্ষকতা এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকে তিনি স্বাস্থ্যসেবায় বিপ্লব আনেন।
ডা. শাকিল একজন নির্ভীক যোদ্ধা, যিনি চিকিৎসা, রাজনীতি ও সমাজসেবায় অসামান্য অবদান তাঁর কর্ম, আদর্শ এবং নিষ্ঠা আমাদের ভবিষ্যৎ সমাজ গঠনে এক অফুরন্ত অনুপ্রেরণার উৎস হতে পারে। তিনি ইতোমধ্যেই জনমনে শ্রদ্ধার প্রতীক হয়ে উঠেছেন।
ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না
বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ
Develop by _ DigitalSolutions.Ltd