ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে ফারুক আহমেদের মনোনয়ন আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ (২৯ মে) জারি করা এক সরকারি চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, বিসিবির গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩.২(খ)(৪) অনুযায়ী এবং চলমান অনাস্থা পরিস্থিতি ও স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এর আগে গতকাল (২৮ মে) বিসিবির ৯ জন পরিচালকের মধ্যে ৮ জন একযোগে ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে লিখিতভাবে জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দেন। এছাড়া যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্প্রতি ফারুক আহমেদকে ডেকে পদত্যাগের ইঙ্গিত দেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালকদের মধ্য থেকে একজন বোর্ড সভাপতি নির্বাচিত হয়ে থাকেন। যেহেতু তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে, তাই বিসিবি সভাপতি পদে এখন তাঁর আর থাকার কথা নয়।
ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না
বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ
Develop by _ DigitalSolutions.Ltd