বিসিবি সভাপতি বললেন, ‘একটু লজ্জা লাগছে’
বাংলাদেশ জাতীয় দলের টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বিশেষ কর্মসূচির শেষ দিনে বরিশাল বিভাগ সফরে যান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেখানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের সঙ্গে মতবিনিময়ের সময় বরিশালে নিয়মিত লিগ না হওয়া নিয়ে তীব্র হতাশা প্রকাশ করেছেন তিনি।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি বলেন, ‘এই মাত্র ক্রিকেটারদের সঙ্গে কথা বললাম। তারা চোখের পানি ফেলে বললো, এখানে কেন লিগ হয় না। এটা আমার জন্য সত্যিই বিব্রতকর। একটু লজ্জা লাগছে।’
একটু সময় লাগলেও বরিশালে লিগ চালুর ব্যাপারে আশ্বস্ত করেছেন বুলবুল। নতুন বিসিবি সভাপতি লিগ চালুর মাধ্যমে নতুন খেলোয়াড় তুলে আনতে চান। লিগ চালু করতে বিসিবির পাশাপাশি স্থানীয় ক্রীড়া সংস্থাগুলোর সহযোগিতা চান বুলবুল।
বিসিবি সভাপতি বলছিলেন, ‘ভবিষ্যতে এই ভুল আর করবো না। আমাদের যতটুকু সামর্থ্য আছে, সেটা কাজে লাগিয়ে বরিশালসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেটের চাকা সচল রাখতে চাই। জেলা ক্রীড়া সংস্থা ও বোর্ড মিলে যেন নিয়মিত লিগ আয়োজন করতে পারে। এখান থেকেই আমরা খেলোয়াড় তুলে আনতে চাই, যারা একদিন জাতীয় দলের প্রতিনিধিত্ব করবে। তবে যেহেতু স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে লিগ শুরু করতে কিছুটা সময় লাগবে। আশা করি সবার সহযোগিতা পাবো।’
ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না
বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ
Develop by _ DigitalSolutions.Ltd