ছবি: সংগৃহীত
ঢাকার পরিবহন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ৪০০টি বৈদ্যুতিক বাস চালুর ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। পাশাপাশি বৈদ্যুতিক থ্রি-হুইলার চলাচলে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে একটি নতুন নীতিমালা প্রণয়নের কথাও জানিয়েছেন তিনি।
সোমবার (২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে জাতীয় সম্প্রচারমাধ্যমে এই ঘোষণা দেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, ঢাকার বাস ব্যবস্থাকে আরও টেকসই ও পরিবেশবান্ধব করতে ৪০০ ইলেকট্রিক বাস যুক্ত করা হচ্ছে। এ ছাড়া শহরে প্রচলিত ব্যাটারিচালিত থ্রি-হুইলারগুলোর চলাচল আরও নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল করতে ‘বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালা’ তৈরির কাজ চলছে।
তিনি আরও জানান, এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় ‘হাইওয়ে মাস্টারপ্ল্যান ২০৪০’-এর চূড়ান্ত খসড়া তৈরি হয়েছে, যা দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় দীর্ঘমেয়াদি দিকনির্দেশনা দেবে।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (DTCA) কে ঢেলে সাজাতে বিদ্যমান আইন সংশোধন করে ‘বাংলাদেশ নগর পরিবহন কর্তৃপক্ষ’ অধ্যাদেশ আনার পরিকল্পনার কথাও জানান উপদেষ্টা।
রেল ব্যবস্থার আধুনিকায়নেও জোর
ড. সালেহউদ্দিন বলেন, “বিশ্বব্যাপী রেলপথ একটি নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী পরিবহন হিসেবে বিবেচিত হলেও বাংলাদেশে এখনও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। আমরা এই চিত্র বদলাতে চাই।”
তাঁর ভাষ্যমতে, ৩০ বছর মেয়াদি রেলওয়ে মাস্টারপ্ল্যান অনুসারে ডাবল লাইন নির্মাণ, গেজ একীভূতকরণ, আধুনিক সিগন্যালিং ব্যবস্থা চালু, সমুদ্রবন্দরসংযোগ রেলপথ উন্নয়ন, উন্নত লোকোমোটিভ সংযোজন ও বৈদ্যুতিক ট্র্যাকশন চালুর পদক্ষেপ নেওয়া হয়েছে।
ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না
বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ
Develop by _ DigitalSolutions.Ltd