ঢাকা, ০৮ জুলাই, ২০২৫
ProthomDesh24

‘ইনসাফ’-এ বড় চমক চঞ্চল, হতবাক দর্শকেরা!

‘ইনসাফ’-এ বড় চমক চঞ্চল, হতবাক দর্শকেরা!

Publish : 11:04 AM, 08 June 2025.
বিনোদন ডেস্ক :

এই ঈদে মুক্তি পাওয়া হাফডজন সিনেমার মাঝে বেশ আলোচনায় রয়েছে ‘ইনসাফ’। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক শরীফুল রাজ। ইতোমধ্যেই সিনেমাটি দেখার পর দর্শকের সাড়াও দেখা গেছে বেশ।

এই সিনেমার মূখ্য এক চরিত্রে রয়েছেন অভিনেতা মোশাররফ করিমও। কিন্তু ‘ইনসাফ’ এর পর্দায় হঠাত চঞ্চল চৌধুরীকে দেখে হতবাক দর্শক। বিশেষ করে তার লুক তাক লাগিয়েছে দর্শকদের।

‘ইনসাফ’ এর কাস্টিং লিস্টে ছিল না চঞ্চল চৌধুরীর নাম। অতঃপর, হলে যাওয়ার পর দর্শকরা চমকে গেছেন স্বাভাবিকভাবেই। শোনা যাচ্ছে, এক ক্যামিও চরিত্রে ছিলেন এই অভিনেতা; ছিলেন এক রহস্যময় চরিত্রে।

সাধারণত পর্দায় রহস্যময়ী চরিত্রেই দেখা মেলে চঞ্চলের। এর আগে কারাগার ওয়েব সিরিজে দর্শকদের মন কাড়ার জন্য রহস্যময় চরিত্রের পাশাপাশি আরও একটি কারণ ছিল চঞ্চলের লুক। এবার ‘ইনসাফ’ এও দেখা মিলল এমনটাই; চঞ্চলকে দেখা গেল এক ন্যাড়া লুকে। সাথে রক্তমাখা এক দা রেখে শান্তভাবে ভায়োলিন বাজাচ্ছেন!

চঞ্চল ভক্তরা বলছেন, ন্যাড়া মাথায় চঞ্চলের সারপ্রাইজ ক্যামিও এটা! এই লুক নাকি পুরো সিনেমার টোনটাই বদলে দিয়েছে।

সামাজিক মাধ্যমে এমন একটি পোস্ট ভাইরালও হয়েছে। সেখানে চঞ্চল চৌধুরীকে প্রতিক্রিয়াও জানাতে দেখা গেছে। এতে নেটিজেনদের অনুমান, ভক্তদের এমন মন্তব্য ভালোভাবেই নিয়েছেন চঞ্চল চৌধুরী।

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@ProthomDesh24.com

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক
সৈয়দ মোমেনুজ্জামান

ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না

বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত

ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ

Develop by _ DigitalSolutions.Ltd