বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব, সাংবাদিক মারুফ কামাল খান। ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব, সাংবাদিক মারুফ কামাল খান ২০২৬ সালের সম্ভাব্য সংসদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। সোমবার (৯ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই বিষয়ে নিজের মতামত তুলে ধরেন।
মারুফ কামাল খান অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান মুহাম্মদ ইউনূসের আগামী বছর, অর্থাৎ ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে সংসদ নির্বাচনের সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, এই সময়টি বাংলা চৈত্র মাসের দ্বিতীয়ার্ধ। একই সাথে, তিনি জানান যে, আগামী ১৯ বা ২০ মার্চ ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে এবং এসএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ মে মাসে। তাই এই সময়সূচিতে নির্বাচন আয়োজনে খুব বেশি সমস্যা হবে না বলে তিনি মনে করেন।
তবে, মারুফ কামাল খান তারিখের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বিষয়টিকে সামনে নিয়ে এসেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, "আমার মনে হয় তারিখের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং দেশে ও বিদেশে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে পারা। সেটার ওপর জোর দেওয়া উচিত।"
তিনি আরও উল্লেখ করেন যে, "বহু বছর এদেশে নির্বাচনের নামে প্রহসন করেছে ফ্যাসিস্ট রেজিম। ২০০৮ সালের নির্বাচনের পর অর্থাৎ গত ১৭ বছরে যারা নতুন ভোটার হয়েছে, সেই তরুণ-তরুণীরা কেউ ভোট দিতে পারেনি।" এই প্রেক্ষাপটে তিনি সকলের প্রতি একটি উৎসবমুখর নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
মারুফ কামাল খান দ্বন্দ্ব-সংঘাত পরিহারের উপর গুরুত্বারোপ করে বলেন, "দ্বন্দ্ব-সংঘাত কোনো সুফল বয়ে আনবে না। বরং সবকিছু অনিশ্চিত হয়ে যেতে পারে তাতে।" তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার এবং "ফ্যাসিবাদের সব ক্লেদ অপসারণ" করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি একটি দেশপ্রেমিক, জবাবদিহিমূলক, দক্ষ ও যোগ্য সরকার এবং একটি দায়িত্বশীল বিরোধী দল কামনা করেন।
শেষে তিনি বলেন, "আমরা পেছনে ফেরার বদলে সামনে আগাতে চাই। 'চব্বিশের রক্তদান যেন বৃথা না যায়।"
ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না
বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ
Develop by _ DigitalSolutions.Ltd