ঢাকা, ০৭ জুলাই, ২০২৫
ProthomDesh24

আদালত থেকে ফ্যাসিস্ট বিচারক সরাতে হবে: সালাহউদ্দিন

আদালত থেকে ফ্যাসিস্ট বিচারক সরাতে হবে: সালাহউদ্দিন

আদালত থেকে ফ্যাসিস্ট বিচারক সরাতে হবে: সালাহউদ্দিন

Publish : 07:00 AM, 04 July 2025.
রাজনৈতিক প্রতিবেদক :

বিচার বিভাগের স্বাধীনতার সুফলের জন্য উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্ট বিচারক মুক্ত করা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ফ্যাসিস্টদের বহাল রেখে যতই স্বাধীন বিচার বিভাগ করা হোক, স্বাধীনতার সুফল ওই বিচারকরাই পাবে। আওয়ামী লীগের দোসরদের এক-দুই দিনে জামিন হয়ে যাচ্ছে। এসব কারা করছে? করছে তো এই ফ্যাসিস্টদের দোসরেরা।

বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের নবম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলে সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, রাজনীতিক নেতাকর্মী, সাংবাদিকসহ সমাজের সমস্ত শ্রেণি-পেশার মানুষকে ফ্যাসিস্ট বিচারকরা অবৈধভাবে সাজা দিয়েছে। সেই ফ্যাসিস্টদের যেন আমরা রক্ষা না করি। আমরা চাই উচ্চ এবং নিম্ন আদালতে যেন ফ্যাসিস্টের দোসরেরা না থাকে।

ফ্যাসিস্ট বিচারপতিদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তাদের শুধু বদলি, চাকরিচ্যুত করলে হবে না। অপরাধের জন্য তাদের বিচারও করতে হবে। যদি তা নিশ্চিত করা যায়, তাহলে সত্যিকারের স্বাধীন বিচার ব্যবস্থা কার্যকর হবে। আদালতে ফ্যাসিস্টদের বহাল রেখে যতই স্বাধীন বিচার ব্যবস্থা করি না কেন, সুবিধা এরাই ভোগ করবে। যতই কড়া আইন করি না কেন, এটার অপব্যবহার তারাই করবে এবং এখনই করছে’।

রাজধানীর বাইরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনে একমত হয়েছে বিএনপি। যদিও দলটির প্রস্তাব ছিল সার্কিট বেঞ্চ স্থাপনের। ক্ষমতার বিকেন্দ্রীকরণে হাইকোর্টের বেঞ্চ বিভাগীয় শহরে স্থাপনে বিএনপি রাজি জানিয়ে বিএনপির এ নেতা বলেন, বিচারিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাক। তবে হাইকোর্ট বেঞ্চ রাজধানীর বাইরে নিতে প্রধান বিচারপতির সঙ্গে এ বিষয়ে তার অনুমতি বা পরামর্শের কথা বলেছি। সবার মঙ্গল এবং সুবিধার জন্য বলেছি।

সালাহউদ্দিন আরও বলেন, সংবিধানে এমন পরিবর্তন করতে পারব না, যা পরবর্তীতে টিকবে না। এখন যে পর্যায়ে আছি, এখানে জনগণ ও রাষ্ট্রের কাছে আমাদের দায় অনেক বেশি। রাজনৈতিকভাবে নয়, জনগণের জন্য, দেশের কল্যাণে সার্বিকভাবে মতামত দিচ্ছি।

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা কমাতে বিএনপি একমত জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, অতীতের এ ক্ষমতার যথেষ্ট অপব্যবহার হয়েছে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিসহ বড় বড় অপরাধ করা আসামিদের ক্ষমা প্রদর্শনের মাধ্যমে হত্যাযজ্ঞের একটা উৎসাহ দেওয়া হয়েছে। তাই নীতিগতভাবে একমত পোষণ করেছি, রাষ্ট্রপতির এই ক্ষমতাটা আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে।

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@ProthomDesh24.com

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক
সৈয়দ মোমেনুজ্জামান

ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না

বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত

ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ

Develop by _ DigitalSolutions.Ltd