ছবি: সংগৃহীত
ম্যাচটি ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল ঢাকা জাতীয় স্টেডিয়ামে। গ্যালারিভর্তি দর্শক সমর্থন জুগিয়েছিল বাংলাদেশ দলকে। তবে ফুটবল ঘিরে উৎসবের যে আগুন ছিল তাতে পানি ঠেলে দিয়েছে সিঙ্গাপুর। এক গোল শোধ করতে পারলেও শেষ পর্যন্ত এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে গেল হামজা-শামিত-জামাল ভূঁইয়াদের দল।
মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যায় বহুল প্রতীক্ষিত বাংলাদেশ-সিঙ্গাপুরের এই ম্যাচটি জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
বিরতির আগে ৪৪ মিনিটে বাংলাদেশের জালে এক গোল দিয়ে এগিয়ে যায় সিঙ্গাপুর। বিরতির পর মাঠে নেমে ৫৯ মিনিটে আরো একটি গোলল হজম করতে হয় বাংলাদেশকে। তবে ৬৫ মিনিটে রাকিব হোসেনের শর্টে বল সিঙ্গাপুরের জাল খুঁজে নেয়। এতে করে এক গোল শোধ করার সুযোগ হয় বাংলাদেশের।
খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে যায়। তবে ৪৪ মিনিটে বল ডি বক্সের মধ্য থেকে ক্লিয়ার হয়ে যাওয়ার পর সিঙ্গাপুরের জর্ডান এমাভিউয়ি বল বাড়িয়ে দেন ফারিস রামেলিকে। তিনি ক্রসে বক্সের মধ্যে বল দেন সং ইউয়িইয়াংকে। তিনি ভলিতে বল জালে পাঠান। প্রাণান্তকর চেষ্টা করেও বলটি রুখতে পারেননি হামজা চৌধুরী।
এরপর ম্যাচের ৫৯ মিনিটে আরও একটি গোল হজম করলো বাংলাদেশ। এ সময় ডি বক্সের মধ্যে ডানদিকে বল পেয়ে সিঙ্গাপুরের দ্বিতীয় গোলটি করেন ইকসান ফান্দি।
তবে ৬৫ মিনিটে রাকিব হোসেনের শর্টে বল সিঙ্গাপুরের জাল খুঁজে নেয়। এতে করে এক গোল শোধ করার সুযোগ হয় বাংলাদেশের। বাকি সময় বেশ কয়েকটি সুযোগ এলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত পরাজয়কে সঙ্গী করে মাঠ ছাড়তে হয় হামজা চৌধুরীদের।
এএফসি এশিয়ান কাপে সমান ১ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’-র চার দলেরই সমান সম্ভাবনা থাকায় এই ম্যাচের গুরুত্ব আরও বেড়ে যায়।
বাংলাদেশের কোচ হাভিয়ের ক্যাবরেরা ভুটানের বিপক্ষে জয়ী দলের একাদশে এনেছেন তিনটি পরিবর্তন। একাদশে জায়গা হারিয়েছেন তাজ উদ্দিন, সোহেল রানা ও জামাল ভূঁইয়া। জায়গা পেয়েছেন শাকিল তপু, মোহাম্মদ হৃদয় এবং অভিষিক্ত সমিত সোম।
ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না
বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ
Develop by _ DigitalSolutions.Ltd