ঢাকা, ০৮ জুলাই, ২০২৫
ProthomDesh24

শেখ হাসিনা-জয় সহ ২২২ জনের বিরুদ্ধে আরেক হত্যাচেষ্টা মামলা

শেখ হাসিনা-জয় সহ ২২২ জনের বিরুদ্ধে আরেক হত্যাচেষ্টা মামলা

ছবি: সংগৃহীত

Publish : 04:09 PM, 13 June 2025.
নিজস্ব প্রতিবেদক :

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে মামলাটি এজাহার হিসেবে আসে।
আদালত মামলাটি তদন্ত করে আগামী ২০ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এর আগে গত ১১ জুন মোহাম্মদপুর থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী সোহেল রানা (৩৮)।
মামলার এজাহারে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট দুপুর আড়াইটার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানার তিন রাস্তার মোড়ে ময়ূর ভিলার সামনে মিছিলে অংশ নেন ভুক্তভোগী সোহেল রানা।
এ সময় শেখ হাসিনা সরকারের নির্দেশে পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। তাদের ছোড়া গুলিতে আহত হন সোহেল রানা। এরপর তিনি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন। এ কারণে মামলা করতে দেরি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ডা. দীপু মনি, কণ্ঠশিল্পী মমতাজ বেগম, অভিনেত্রী শমী কায়সার, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ প্রমুখ।

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@ProthomDesh24.com

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক
সৈয়দ মোমেনুজ্জামান

ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না

বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত

ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ

Develop by _ DigitalSolutions.Ltd