ছবি: সংগৃহীত
প্রথম সেশনে সাদমান-এনামুল-মুমিনুল ফিরে গেলেও মুশফিক-শান্তর ব্যাটে গল টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
১৮ মাস পর সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লঙ্কানদের বিপক্ষে গল স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ।
ব্যাটিংয়ের শুরুটা ভালো না হলেও চতুর্থ উইকেটে শান্ত ও মুশফিকুর রহিম মিলে বেশ ভালোভাবেই সফরকারীদের ছন্দে ফিরিয়েছেন।
টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করেছেন শান্ত। ২০২ বলে ১১টি চার ও এক ছক্কার বাউন্ডারিতে ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি।
কেবল টেস্টেই নয়, সবমিলিয়ে আন্তর্জাতিক ম্যাচে শান্তকে আরেকটি সেঞ্চুরি পেতে ১৫ মাস অপেক্ষা করতে হয়েছে।
এর আগে তিনি সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন এই লঙ্কানদেরই বিপক্ষে, গত বছরের মার্চে হওয়া সেই ম্যাচটি ছিল ওয়ানডে ফরম্যাটে। আর টেস্টে তিনি শেষ সেঞ্চুরি করেন ২০২৩ নভেম্বরে, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এ নিয়ে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পেলেন শান্ত, সবমিলিয়ে ষষ্ঠ।
আরেক প্রান্তে থাকা মুশফিকুর রহিমও করেছেন সেঞ্চুরি। আশিতা ফার্নান্ডোর করা বলটা যখন ইনসাইড এজ হয়ে পেছনের দিকে গেল ভয়ের একটা চোরাস্রোত বয়ে গিয়েছিল মুশফিকের সেঞ্চুরির অপেক্ষায় থাকা সবার মনেই।
তবে বলটা উইকেটকেও ফাঁকি দিয়ে পেছনে চলে যেতেই নাজমুলের ডাকে সাড়া দিয়ে ১ রান নিয়ে সেঞ্চুরি পেয়ে যান মুশফিক।
টেস্টে এটি তার ১২তম সেঞ্চুরি। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে শুধু মুমিনুলের-১৩টি।
বাংলাদেশের স্কোর ৩ উইকেট হারিয়ে ২৮৪ রান। শান্ত অপরাজিত ১৩২ রানে আর মুশফিক একশ রানে।
ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না
বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ
Develop by _ DigitalSolutions.Ltd