ঢাকা, ০৭ জুলাই, ২০২৫
ProthomDesh24

জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে আমির

আ. লীগের আমলে জামায়াত সবচেয়ে বেশি নির্যাতিত

আ. লীগের আমলে জামায়াত সবচেয়ে বেশি নির্যাতিত

ছবি-সংগৃহীত

Publish : 04:25 AM, 23 June 2025.
রাজনৈতিক প্রতিবেদক :

আওয়ামী লীগের আমলে জামায়াতে ইসলামীর নেতারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান।

রোববার রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে জামায়াতে ইসলামীর নেতাদের মিথ্যা ও সাজানো মামলায় অন্যায়ভাবে হত্যার দাবিও করেন শফিকুর রহমান।

দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে বাংলাদেশ-জাপানের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বস্তুনিষ্ঠ আলোচনা হয়েছে। জামায়াত আমির দলটি সম্পর্কে রাষ্ট্রদূতকে জানান। বাক-স্বাধীনতা ও ধর্মীয় অধিকার সম্পর্কে জামায়াতের অবস্থান তুলে ধরেন তিনি।

বাংলাদেশের স্বৈরশাসনামলে রাজনৈতিক নিপীড়ন বিশেষ করে নির্বাচন ব্যবস্থা ধ্বংসের বিষয়টি তুলে ধরে শফিকুর রহমান বলেন, জাপানের সাবেক রাষ্ট্রদূত বাংলাদেশের ২০১৮ সালের নির্বাচনকে ‘মধ্য রাতের নির্বাচন’ বলে যে মন্তব্য করেছিলেন, তা তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

রাষ্ট্রদূত সাইদা শিনইচি বাংলাদেশের আসন্ন নির্বাচন সম্পর্কে অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করেন।

বৈঠকে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ জ্যেষ্ঠ নেতারা ছিলেন।

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@ProthomDesh24.com

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক
সৈয়দ মোমেনুজ্জামান

ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না

বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত

ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ

Develop by _ DigitalSolutions.Ltd