রিয়াল মাদ্রিদ
ফিফা ক্লাব বিশ্বকাপে জয় দিয়ে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথম ম্যাচে সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে মেক্সিকান ক্লাব পাচুকাকে ৩-১ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। একইসঙ্গে এই জয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষস্থানও দখল করেছে রিয়াল। পাশাপাশি রিয়ালের কোচ হিসেবে প্রথম জয় তুলে নিয়েছেন জাবি আলোনসো।
এই ম্যাচে রিয়ালকে খেলতে হয়েছে কিলিয়ান এমবাপ্পে ও কয়েকজন গুরুত্বপূর্ণ ডিফেন্ডার ছাড়া। অসুস্থতার কারণে দলে ছিলেন না এমবাপ্পে, আর ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি রুডিগার ও মিলিতাও। এমন পরিস্থিতিতে আক্রমণে নেতৃত্ব দিয়েছেন গঞ্জালো গার্সিয়া, ভিনিসিউস জুনিয়র ও ফেদেরিকো ভালভার্দে।
তবে ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় রিয়াল। সপ্তম মিনিটে তরুণ ডিফেন্ডার রাউল অ্যাসেন্সিও সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বাকি পুরোটা সময় ১০ জন নিয়ে খেলতে হয় আলোনসোর দলকে। ৩৫ মিনিটে জুড বেলিংহ্যামের গোলে লিড নেয় রিয়াল। বিরতির ঠিক আগে ৪৩ মিনিটে গঞ্জালো গার্সিয়ার পাস থেকে দ্বিতীয় গোলটি করেন তরুণ তুর্কি মিডফিল্ডার আর্দা গুলের। ৭০ মিনিটে তৃতীয় গোলটি করেন ফেদেরিকো ভালভার্দে। পাচুকা অবশ্য ৮০ মিনিটে একটি গোল শোধ করে, তবে ম্যাচে ফিরে আসার মতো যথেষ্ট ছিল না সেটি।
পরিসংখ্যানে অবশ্য এগিয়ে ছিল পাচুকা। তারা ম্যাচে ২৫টি শট নেয়, যেখানে রিয়ালের শট সংখ্যা ছিল মাত্র ৮টি। বল দখলেও ছিল সামান্য এগিয়ে। তবে কার্যকারিতায় এগিয়ে থেকেই তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।
এই জয়ে রিয়াল দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়ান ক্লাব সালজবার্গ। আল হিলাল ২ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং পাচুকা ১ পয়েন্টে চতুর্থ অবস্থানে।
এদিকে ‘জি’ গ্রুপের অন্য ম্যাচে মরক্কোর ওয়াইদাদ কাসাব্লাঙ্কাকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। ম্যাচে জোড়া গোল করেছেন তরুণ ফরোয়ার্ড কেনান ইয়েলদিজ। একটি গোল করেছেন দুসান ভ্লাহোভিচ এবং আরেকটি আসে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে।
ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না
বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ
Develop by _ DigitalSolutions.Ltd