নিশো-নাবিলা
একসময় নাটকের জনপ্রিয় অভিনেতা ছিলেন আফরান নিশো। তবে এখন তিনি পুরোদস্তুর সিনেমার নায়ক। ২০২৩ সালে তার অভিনীত প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ মুক্তি পায়। এরপর থেকেই নাটকে আর দেখা যায়নি তাকে। তবে ওয়েব সিরিজে তিনি নিয়মিত অভিনয় করছেন।
সম্প্রতি শেষ করলেন ‘আঁকা’ নামে একটি সিরিজের শুটিং। প্রথমে সিরিজের নাম ‘আজাদ’ থাকলেও, পরবর্তীতে নাম পরিবর্তন করা হয়। ভিকি জাহেদের পরিচালনায় এতে নিশোর সঙ্গে জুটি বাঁধেন মাসুমা রহমান নাবিলা। এ জুটিকে পাঁচ বছর আগে ‘চিহ্ন’ নামে একটি নাটকে দেখা গিয়েছিল। এরপর আর একসঙ্গে কাজ করেননি তারা। দীর্ঘবছর পর আবারও সিরিজের মধ্য দিয়ে ছোটপর্দায় হাজির হতে চলেছেন।
নির্মাতা জানান, ড্রামা, থ্রিলার, সাসপেন্স ঘরানার এ সিরিজের শুটিং কুরবানি ঈদের আগেই শুরু হয়েছে। যা সম্প্রতি শেষ হয়েছে।
নিশো বলেন, ‘আমাদের জুটির একাধিক সফল কাজ রয়েছে। আশা করি এটিও দর্শক পছন্দ করবেন। এবার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নাবিলা। সব মিলিয়ে সুন্দর একটি কাজ হয়েছে।’
নিশো অভিনীত সর্বশেষ সিরিজ ছিল ‘সাড়ে ষোল’। যদিও সিরিজটি খুব একটা সাড়া ফেলতে পারেনি। তবে এবার ‘আঁকা’ সিরিজটি দিয়ে বাজিমাৎ করবেন বলেও আশা করছেন এ অভিনেতা।
ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না
বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ
Develop by _ DigitalSolutions.Ltd