ঢাকা, ০৭ জুলাই, ২০২৫
ProthomDesh24

গাজায় যুদ্ধবিরতির আহ্বান ইসরায়েলের বিরোধীদলীয় নেতার

গাজায় যুদ্ধবিরতির আহ্বান ইসরায়েলের বিরোধীদলীয় নেতার

ছবি: সংগৃহীত

Publish : 11:04 AM, 24 June 2025.
আন্তর্জাতিক ডেস্ক :

ইরান-ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর শুরু হয়েছে। এবার ইসরায়েলের সাথে গাজার যুদ্ধবিরতির আহবান জানিয়েছেন ইসরায়েলি বিরোধী দল।
বার্তা সংস্থা আল জাজিরা এক প্রতিবেদনের এ তথ্য জানায়।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সেন্টার-লেফট ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়াইর গোলান সরকারকে ইরানের সঙ্গে ঘোষিত যুদ্ধবিরতির পর গাজাতেও একটি সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন।
ইসরায়েলের এই বিরোধীদলীয় নেতা তার এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টে লিখেছেন“ এখন সময় মিশনটি সম্পূর্ণ করার: সব জিম্মিদের ফিরিয়ে আনা, গাজায় যুদ্ধ শেষ করা এবং সেই অভ্যুত্থান বন্ধ করা যা ইসরায়েলকে দুর্বল, বিভক্ত ও ঝুঁকিপূর্ণ করে তুলছে,”।
বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদও একই ধরনের আহ্বান জানান। তিনি জানান, “এবং এখন গাজা। সময় হয়েছে সেখানে কাজ শেষ করার,” তিনি দ্য টাইমস অব ইসরায়েলকে দেওয়া মন্তব্যে বলেন। “জিম্মিদের ফিরিয়ে আনুন, যুদ্ধ শেষ করুন। ইসরায়েলকে এখন পুনর্গঠন শুরু করতে হবে।”

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@ProthomDesh24.com

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক
সৈয়দ মোমেনুজ্জামান

ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না

বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত

ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ

Develop by _ DigitalSolutions.Ltd