ছবি: প্রথম দেশ
কানাডা পশ্চিম বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান এক সংক্ষিপ্ত সাংগঠনিক সফরে গতকাল ব্রিটিশ কলম্বিয়ায় পৌঁছান। সফরের সময় তাঁর সঙ্গে ছিলেন কানাডা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব সাইফুল আলম মিশন, কানাডা মহিলা দলের সাধারণ সম্পাদক মিসেস রেহানা আক্তার এবং আলবারটা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মামুনুর রশিদ রিপন।
ভ্যানকোভার আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদেরকে উষ্ণ অভ্যর্থনা জানান ব্রিটিশ কলম্বিয়া বিএনপির সভাপতি জনাব আজমল খান রাজ-এর নেতৃত্বে স্থানীয় নেতৃবৃন্দ। পরে কানাডা বিএনপির কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতাদের উপস্থিতিতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় বিএনপি নেতারা দলীয় সাংগঠনিক কার্যক্রম, প্রবাসী রাজনীতি এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
এছাড়া সফরের অংশ হিসেবে "বাংলাদেশ সোসাইটি অফ ব্রিটিশ কলম্বিয়া"-এর আহ্বায়ক জনাব কাজী আল মামুন পারভেজের উদ্যোগে জনাব মুজিবুর রহমানের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ভ্যানকোভারসহ ব্রিটিশ কলম্বিয়ার বিভিন্ন অঞ্চল থেকে আগত বিএনপি সমর্থক ও প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ভূমিকা, প্রবাসীদের সম্পৃক্ততা এবং প্রবাসে সংগঠনকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না
বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ
Develop by _ DigitalSolutions.Ltd