আলহাজ্জ্ব অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন
ঝালকাঠি-২ (নলছিটি-ঝালকাঠি সদর) আসনে বিএনপির রাজনীতিতে নতুন উদ্দীপনার নাম আলহাজ্জ্ব অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন। তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা এই সাহসী ও ত্যাগী নেতা দলের প্রতি নিষ্ঠা, নেতৃত্বগুণ ও জনসম্পৃক্ততায় ইতোমধ্যেই পেয়েছেন ব্যাপক গ্রহণযোগ্যতা। তাঁর নিঃস্বার্থ কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততা তাকে ঝালকাঠি-২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে অন্যদের চেয়ে অনেকটাই এগিয়ে রেখেছে বলে মনে করেন দলীয় তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ ভোটাররাও।
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রজীবন থেকেই রাজনীতিতে প্রবেশ করেন অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন। ১৯৯০-৯১ সালে ঝালকাঠি শহর যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। এরপর তিনি ধারাবাহিকভাবে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (১৯৯৮), জেলা যুবদলের সহ-সভাপতি (২০০০), জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক (২০১০), জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (২০১১) এবং ২০২০ সালে ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তিনি শুধু রাজনীতির জগতে নয়, আইনজীবী সমাজেও ব্যাপক সম্মান ও জনপ্রিয়তা অর্জন করেছেন। ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক (২০০০), সাধারণ সম্পাদক (২০১২) এবং দুইবার সভাপতি (২০২৪, ২০২৫) নির্বাচিত হয়ে আইনজীবী মহলে তার আস্থা ও সম্মান ব্যাপক। এছাড়া, ২০১১ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
তৃণমূল বিএনপির নেতা-কর্মীরা জানান, দলের কঠিন সময়ে অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ছিলেন অবিচলিত সহায়ক। ব্যক্তিগত বাসভবন ও আইনজীবী চেম্বারেও হামলার শিকার হয়েছিলেন তিনি, তবু কখনও দলের পাশে থেকে বিচলিত হননি। একাধিক নেতা-কর্মীর ভাষ্যমতে, “যে কঠিন সময়গুলোতে অনেকেই পিছিয়ে গেছেন, সেই সময়গুলোতে সাহসের সঙ্গে মাঠে থেকেছেন অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন। তাঁকে দলীয় প্রার্থী হিসেবে দেখার দাবি শুধু আবেগের নয়, বাস্তবতারও।” রাজপথ, আদালত এবং সংগঠনের অভ্যন্তরে কর্মীদের সুখ-দুঃখে নিরলসভাবে সহায়তা করেছেন। তাঁর এই নিষ্ঠা ও ত্যাগই তাঁকে একজন কর্মীবান্ধব নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শুধু দলীয় নেতাকর্মীই নন, সাধারণ ভোটারদের মাঝেও তার প্রতি রয়েছে আস্থা ও প্রত্যাশা। আসন্ন জাতীয় নির্বাচনে যদি ঝালকাঠি-২ আসনে বিএনপি সত্যিই গণভিত্তিক, সাহসী ও কর্মীবান্ধব প্রার্থী দিতে চায়, তবে অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনই হতে পারেন সবচেয়ে বাস্তবসম্মত পছন্দ।
অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন বলেন,“দল কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। পক্ষ-বিপক্ষ থাকতেই পারে। তবে দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি আমার সর্বোচ্চ দিয়ে ঝালকাঠির মানুষের জন্য কাজ করব। আর যদি অন্য কাউকে দেয়, তবুও দলের ক্ষতি হয় — এমন কিছু কখনোই করব না। তারেক রহমান ও ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।”
সাধারণ কর্মীদের আহ্বান, দলের ঐক্য ধরে রাখতে হলে শাহাদাত হোসেনের মতো নেতৃত্বই প্রয়োজন। তারা মনে করেন, শাহাদাৎ হোসেনের মতো নিবেদিতপ্রাণ নেতা আছে বলেই ঝালকাঠি জেলা বিএনপি এখনো সংঘবদ্ধ রয়েছে।
ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না
বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ
Develop by _ DigitalSolutions.Ltd