ঢাকা, ০৭ জুলাই, ২০২৫
ProthomDesh24

ইরানে ইসরায়েলের ৭০০ এজেন্ট গ্রেপ্তার, তিন গুপ্তচরের ফাঁসি

ইরানে ইসরায়েলের ৭০০ এজেন্ট গ্রেপ্তার, তিন গুপ্তচরের ফাঁসি

ছবি: সংগৃহীত

Publish : 06:51 AM, 25 June 2025.
আন্তর্জাতিক ডেস্ক :

দখলদার ইসরায়েলের হয়ে কাজ করার অপরাধে ৭০০ ভাড়াটে এজেন্টকে গ্রেপ্তার করেছে ইরান। এছাড়াও ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিন ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। বুধবার (২৫ জুন) বার্তা সংস্থা সিএনএন ও এএফপি পৃথক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ১২ দিনের সংঘাতের সময় ইরানি গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী ইসরায়েলের ভাড়াটে অভিযোগে ৭০০ জনকে গ্রেপ্তার করেছে।
এই ভাড়াটে ব্যক্তিরা মূলত গোয়েন্দাগিরি ও নাশকতার কাজে নিয়োজিত ছিল। তাদের নেটওয়ার্কের মাধমে ও জনসাধারণের প্রতিবেদন এবং গোয়েন্দা অভিযানের ভিত্তিতে চিহ্নিত করা হয়েছিল এবং গ্রেপ্তার করা হয়েছে।
এএফফি জানায়, ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিন ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। বুধবার দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে। বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়, ইদ্রিস আলী, আজাদ শোজাই ও রাসুল আহমদ রাসুল হত্যাকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে দেশের ভেতরে অস্ত্র ও সরঞ্জাম ঢোকানোর চেষ্টা করেছিলেন। ইসরায়েলের সহযোগিতায় এসব কাজ করা হয়েছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
বিবৃতিতে আরও জানানো হয়, বুধবার সকালে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
বিচার বিভাগের তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর উরমিয়ায়, তুরস্ক সীমান্তের কাছাকাছি, ফাঁসি কার্যকর করা হয়েছে।
ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ ১৩ জুন ইরানে হামলার মাধ্যমে শুরু হওয়া অপারেশন রাইজিং লায়ন-এর অংশ হিসেবে ইরানে কর্মরত তাদের গোপন কর্মীদের ভূমিকা স্বীকার করেছে।
মোসাদ হামলার আগে ইরানি লাইনের পেছনে কাজ করা তার গোপন এজেন্টদের ফুটেজ সরবরাহ করেছিল, যার মধ্যে ইরানের অভ্যন্তরে ড্রোন হামলা চালানোর জন্য মোসাদ একটি গোপন ঘাঁটি স্থাপন করেছিল বলেও জানা যায়।

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@ProthomDesh24.com

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক
সৈয়দ মোমেনুজ্জামান

ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না

বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত

ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ

Develop by _ DigitalSolutions.Ltd