ঢাকা, ০৭ জুলাই, ২০২৫
ProthomDesh24

আজ ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ কর্মসূচি শুরু বামপন্থিদের

আজ ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ কর্মসূচি শুরু বামপন্থিদের

আজ ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ কর্মসূচি

Publish : 03:53 AM, 27 June 2025.
রাজনৈতিক প্রতিবেদক :

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে লিজ প্রদান ও রাখাইনে করিডোর দেওয়ার উদ্যোগ বন্ধ এবং জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষার বিভিন্ন দাবিতে দু’দিনব্যাপী ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ আজ শুক্রবার শুরু হচ্ছে।

আগামী শনিবার চট্টগ্রামে এ কর্মসূচি শেষ হবে। দেশের বামপন্থি দল ও সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ’-এর ব্যানারে রোডমার্চ কর্মসূচি পালিত হচ্ছে, যার মূল স্লোগান– ‘মা মাটি মোহনা, বিদেশিদের দেব না’।

কর্মসূচি অনুযায়ী আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে উদ্বোধনী সমাবেশ শেষে এর যাত্রা শুরু হবে। নারায়ণগঞ্জ, সোনারগাঁ, চান্দিনা ও কুমিল্লা হয়ে আজ রাতে ফেনী পৌঁছাবে। পথে নারায়ণগঞ্জ ও কুমিল্লার বিভিন্ন পয়েন্টে পথসভা ও মিছিল এবং কুমিল্লায় প্রথম দিনের সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

আগামীকাল শনিবার সকালে ফেনী থেকে যাত্রা শুরু করে মিরসরাই, সীতাকুণ্ডে পথসভা ও মিছিল এবং চট্টগ্রাম বন্দরের সামনে সমাপনী সমাবেশের মাধ্যমে রোডমার্চ শেষ হবে। ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে এই দুই দিন দেশের সব জেলা-উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@ProthomDesh24.com

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক
সৈয়দ মোমেনুজ্জামান

ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না

বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত

ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ

Develop by _ DigitalSolutions.Ltd