বোটাফোগোকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে পালমেইরাস
প্রথম দল হিসেবে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিলের ক্লাব পালমেইরাস। শনিবার রাতে স্বদেশি ক্লাব বোটাফোগোকে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ১-০ গোলে হারিয়েছে পালমেইরাস।
লিংকন ফাইনান্সিয়াল ফিল্ডে ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে গোল করতে পারেনি কোনো দল। দুই দল বলের দখল ও আক্রমণেও সমান সমানে ছিল নির্ধারিত সময়ে।
অতিরিক্ত সময়ের ১০০ মিনিটে বদলি নামা ফরোয়ার্ড পালিনিয়া পালমেইরাসকে লিড এনে দেন। ছয় মিনিট পরে দলটির ডিফেন্ডার গঞ্জালো গোমোজ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
লিড নিয়েও বিপদে পড়ে পালমেইরাস। নির্ধারিত সময়ের শেষ দিকে আক্রমণে ধার বাড়িয়ে গোল হজম করা বোটাফোগো গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে। কিন্তু শেষের মিনিট সাতেক সময় ১০ জন নিয়েও কোনো ভুল করেনি পালমেইরাস।
ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না
বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ
Develop by _ DigitalSolutions.Ltd