ঢাকা, ০৭ জুলাই, ২০২৫
ProthomDesh24

আলোচনার সময় যুক্তরাষ্ট্র কোনো হামলা চালাতে পারবে না: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

আলোচনার সময় যুক্তরাষ্ট্র কোনো হামলা চালাতে পারবে না: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

Publish : 06:52 AM, 30 June 2025.
আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্র আলোচনার সময় কোনো হামলা চালাতে পারবে না বলে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভাঞ্চি।

সোমবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনায় ফিরতে চায়, তবে তাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে, আলোচনার সময় কোনো হামলা চালানো হবে না।

এ সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসন মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনায় ফিরতে চায় বলে জানালেও হামলার বিষয়ে পরিষ্কার কোনো অবস্থান জানায়নি। এরই পরিপ্রেক্ষিতে রাভাঞ্চি প্রশ্ন তোলেন, ‘সংলাপ চলাকালীন আবার কি আগ্রাসন ঘটবে?’

ইরানের ওপর ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয় ১৩ জুন। ঠিক দুদিন পরে পরোক্ষভাবে ওমানে যুক্তরাষ্ট্রের নির্ধারিত ষষ্ঠ দফা আলোচনা ভেস্তে যায় এই অভিযানের কারণে।

গত সপ্তাহে ইরান-ইসরায়েল সংঘর্ষে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ে, যখন তারা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার প্রধান জানান, স্থাপনাগুলোতে বড় ক্ষতি হয়েছে, তবে পুরোপুরি ধ্বংস হয়নি। অন্যদিকে, ট্রাম্প বলেন, সেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

তাখত-রাভাঞ্চি বলেন, ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে চায়। গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ইরান।

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@ProthomDesh24.com

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক
সৈয়দ মোমেনুজ্জামান

ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না

বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত

ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ

Develop by _ DigitalSolutions.Ltd