মুরাদনগরের ঘটনায় দায়ীদের বিচার দাবি যুব মৈত্রীর
কুমিল্লার মুরাদনগরে নারীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় দায়ীদের বিচার দাবি করেছে বাংলাদেশ যুব মৈত্রী। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।
সংগঠনটির দপ্তর সম্পাদক মাহাবুদ রানা তরুন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, কুমিল্লার মুরাদনগরে যা ঘটেছে, তা শুধুই একটি বিচ্ছিন্ন ঘটনা নয়- এটি একটি রাষ্ট্রীয় ব্যর্থতার জ্বলন্ত দলিল। এক সংখ্যালঘু নারীর ওপর নৃশংস ধর্ষণ, তারপর তাকে বিবস্ত্র করে তার ছবি ছড়িয়ে দেওয়ার ঘটনা আমাদের বিবেককে আরেকবার স্তব্ধ করে দিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটি মুরাদনগরে সংগঠিত ধর্ষণ ও বিবস্ত্র করে ছবি তুলে ছড়িয়ে দেওয়ার তীব্র নিন্দা জানায়। সাথে সাথে ধর্ষক ফজর আলীসহ তার সহযোগীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।
ধর্ম-বর্ণ-জাত-পেশা নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দিয়ে একদিন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছিল, আজ সেই স্বপ্নই যেন ধর্ষিত হচ্ছে প্রতিনিয়ত। কোনো পাহারা নেই, কোনো শান্তির ভয় নেই, শুধু একের পর এক নারীদেহ লাঞ্ছিত হচ্ছে-কখনো পাহাড়ে, কখনো সমতলে, কখনো শহরে আবার কখনো গ্রামে, উল্লেখ করা হয় বিবৃতিতে।
ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না
বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ
Develop by _ DigitalSolutions.Ltd