ঢাকা, ০৮ জুলাই, ২০২৫
ProthomDesh24

ভুটান-সিঙ্গাপুরের ম্যাচ আয়োজনে খরচ হয়নি এক টাকাও— দাবি বাফুফের

ভুটান-সিঙ্গাপুরের ম্যাচ আয়োজনে খরচ হয়নি এক টাকাও— দাবি বাফুফের

ভুটান-সিঙ্গাপুরের ম্যাচ আয়োজনে খরচ হয়নি এক টাকাও— দাবি বাফুফের

Publish : 07:13 AM, 30 June 2025.
স্পোর্টস ডেস্ক :

প্রায় সাড়ে চার বছরের বেশি সময় পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফিরেছে ফুটবল। গেল ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে ঘুচেছে সেই অপেক্ষা। এর পাঁচ দিন পর সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে মুখোমুখি হয় বাংলাদেশ। ভুটানের বিপক্ষে দাপটের সঙ্গে জিতলেও সিঙ্গাপুরের বিপক্ষে হেরে যায় ২-১ ব্যবধানে। দুটি ম্যাচই ছিল দর্শকদের আগ্রহের তুঙ্গে, টিকিট নিয়ে হয়েছে তুলকালাম কাণ্ড, ম্যাচের টিকিট না পেয়ে সমর্থকদের ছিল কত শত অভিযোগ।

বিশেষ করে সিঙ্গাপুরের ম্যাচকে ঘিরে। বাফুফেও আয়োজনের কোনো কমতি রাখেনি। এবার সেই ম্যাচ দুটির খরচের হিসাব মিলিয়ে বাফুফে জানাল তাদের নিজস্ব তহবিল থেকে কোনো টাকাই ব্যয় হয়নি। দুটি ম্যাচ থেকে, যা আয় হয়েছে তা দিয়েই সব হয়ে গিয়েছে।

গতকাল ভুটান-সিঙ্গাপুর ম্যাচের আয়োজনের বিষয়বস্তু নিয়ে বাফুফে ভবনে বৈঠকে বসেছিল কম্পিটিশন কমিটি। সেই সভার পর সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে সদস্য তাজওয়ার আউয়াল বলেন, 'আমরা হিসাব করেছি দেখেছি.. এই প্রথম বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে নিজেদের পকেট থেকে এক টাকাও খরচ না করে কোনো ম্যাচ আয়োজন করেছে। আমরা যা আয় করেছি সেটা দিয়েই খেলা পরিচালনা করার জন্য সব রকমের ব্যয় করা হয়েছে। তো কোনো লস হয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। দুটো ম্যাচেই ভুটান ও সিঙ্গাপুরের।'

ভবিষ্যতে এমনটি চলমান থাকবে বলেও আশা ব্যক্ত করেন তাজওয়ার। তিনি বলেন, 'আমরা আশা করবো এটা সামনে আরো ভালোভাবে হবে, এখন থেকেই পরিকল্পনা করতে হবে, আরও কমিটি বানাতে হবে যাতে আরও গুছিয়ে আয়োজন করা যায়।'

এ দিকে সিঙ্গাপুর ম্যাচের পর জাতীয় স্টেডিয়ামে নতুন করে ঘাস লাগানোর পরিকল্পনা ছিল বাফুফের। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ অক্টোবরে হংকংয়ের বিপক্ষে। ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে চাওয়ায় ঘাস তোলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাফুফে। হাতে সময় কম থাকায় কোনো রকম ঝুঁকি নিতে চায় না বাফুফে।

এ নিয়ে তাজওয়ার বলেন, 'মাঠে ঘাস নিয়ে একটা সমস্যা ছিল। সিঙ্গাপুর ম্যাচের পর আমাদের পরিকল্পনা ছিল ঘাস তুলে নিয়ে নতুন করে লাগাব। কিন্তু চিন্তা করে দেখলাম অক্টোবরে যেহেতু ম্যাচ আছে, তাই ঝুঁকি নেওয়া ঠিক হবে না। এই মাঠটা রক্ষণাবেক্ষণ করবো আমরা। ঘাস নিয়ে কাজ চলবে, যাতে করে আরও উন্নতি করা যায়।'

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@ProthomDesh24.com

খেলা বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক
সৈয়দ মোমেনুজ্জামান

ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না

বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত

ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ

Develop by _ DigitalSolutions.Ltd