ছবি: সংগৃহীত
পাকিস্তান ও চীন একটি নতুন আঞ্চলিক সংস্থা গঠনের প্রস্তাব নিয়ে কাজ করছে। যা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের বিকল্প হতে পারে। সোমবার (৩০ জুন) পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্যা এক্সপ্রেস ট্রিবিউন এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ ও বেইজিং-এর মধ্যে আলোচনা এখন অনেক দূর এগিয়ে গেছে। উভয় পক্ষই মনে করছে আঞ্চলিক সংহতি ও সংযুক্তির জন্য একটি নতুন সংগঠন সময়ের দাবি।
গত ১৯ জুন চীনের কুনমিং শহরে পাকিস্তান, চীন ও বাংলাদেশের মধ্যে এই ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। তিন দেশের জ্যেষ্ঠ কূটনীতিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠক প্রথমবারের মতো হওয়ায় ভারতে তা নিয়ে কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
বৈঠকের মূল লক্ষ্য ছিল সার্কের সদস্য দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোকে নতুন প্রস্তাবিত জোটে অন্তর্ভুক্ত করার আমন্ত্রণ জানানো। ভারতকেও এই নতুন ফোরামে যোগদানের আমন্ত্রণ জানানো হবে।
তবে শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তানসহ অন্যান্য দেশ এই জোটের অংশ হতে পারে বলে আশা করা হচ্ছে। নতুন সংস্থার মূল উদ্দেশ্য হবে বর্ধিত বাণিজ্য ও সংযুক্তির মাধ্যমে আঞ্চলিক অংশগ্রহণ নিশ্চিত করা।
যদি এই প্রস্তাব বাস্তবায়িত হয়, তাহলে এক সময় দক্ষিণ এশিয়ার ইউরোপীয় ইউনিয়ন হিসেবে অভিহিত সার্ক পুরোপুরি অকার্যকর হয়ে পড়বে।
সার্ক তার ঘোষিত উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছে। কারণ এটি বরাবরই পাকিস্তান ও ভারতের বৈরিতার বলি হয়েছে। সার্ক সর্বশেষ সম্মেলন করেছিল এক দশক আগে। ২০১৬ সালে পাকিস্তানে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারত তাতে অংশগ্রহণ থেকে বিরত থাকে। সে সময় ভারতের ঘনিষ্ঠ শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশও ইসলামাবাদে না যাওয়ার সিদ্ধান্ত নেয়।
এরপর থেকে সার্ক পুনরুজ্জীবিত করার জন্য কোনো গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়নি। যদিও পাকিস্তান সম্মেলন আয়োজনের ব্যাপারে আগ্রহী ছিল।
পহেলগাম হামলার পর তারা পাকিস্তানি ব্যবসায়ীদের জন্য সংগঠনের অধীনে বিশেষ ভিসা সুবিধা বন্ধ করে ভারত সার্ককে আরেকটি বড় ধাক্কা দেয়।
পাকিস্তান ও চীন দীর্ঘ কয়েক মাস ধরেই এই নতুন সংস্থার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিল এবং তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে সমমনা দেশগুলোর একসঙ্গে কাজ করা উচিত ভবিষ্যতের জন্য।
ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না
বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ
Develop by _ DigitalSolutions.Ltd