ঢাকা, ০৮ জুলাই, ২০২৫
ProthomDesh24

স্মার্টফোনে নতুন ফিচার অ্যান্ড্রয়েড ১৬ নিয়ে আসছে গুগল

স্মার্টফোনে নতুন ফিচার অ্যান্ড্রয়েড ১৬ নিয়ে আসছে গুগল

ছবি: সংগৃহীত

Publish : 09:04 PM, 10 June 2025.
নিজস্ব প্রতিবেদক :

অ্যান্ড্রয়েড ১৬  ‍উন্মোচন করেছে গুগল। কোম্পানিটি মঙ্গলবার (১০ জুন) জানিয়েছে নতুন ডিভাইসগুলিতে এই অপারেটিং সিস্টেমটি প্রিলোড করা হবে। যা প্রথমে Pixel ডিভাইসগুলিতে আসবে এবং এই বছরের শেষের দিকে আরও ফোনে পাওয়া যাবে। এটি গত কয়েক বছরে অ্যান্ড্রয়েডের সবচেয়ে বড় আপডেট, যা ব্যবহারকারীদের দ্রুততম সময়ে নতুন ফিচারগুলো পেতে সাহায্য করবে। নতুন  Material 3 Expressive ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি অ্যান্ড্রয়েড ১৬ ব্যবহারকারীদের জন্য আরও সহজ এবং অ্যাক্সেসযোগ্য প্ল্যাটফর্ম নিয়ে এসেছে।

এখন লাইভ আপডেটগুলো রিয়েল টাইমে তথ্য দেবে, বিশেষ করে রাইড-শেয়ারিং ও ফুড ডেলিভারি অ্যাপের জন্য। একই অ্যাপ থেকে আসা বিজ্ঞপ্তিগুলো স্বয়ংক্রিয়ভাবে গ্রুপ করা হবে, যা তথ্যের চাপ কমিয়ে আনবে।

শ্রবণযন্ত্র ব্যবহারকারীরা এখন কোলাহলপূর্ণ পরিবেশে স্পষ্ট কলের জন্য ফোনের মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন। অ্যান্ড্রয়েড ১৬-তে শ্রবণ ডিভাইসের জন্য নেটিভ নিয়ন্ত্রণও যুক্ত হয়েছে, যা সরাসরি ফোন থেকে ভলিউম নিয়ন্ত্রণের সুবিধা দেবে।

অ্যান্ড্রয়েড ১৬-এর মাধ্যমে ব্যবহারকারীরা উন্নত সুরক্ষা (Advanced Protection) সক্রিয় করতে পারবেন, যা গুগল-এর সবচেয়ে শক্তিশালী মোবাইল ডিভাইস সুরক্ষা। এটি অনলাইন আক্রমণ, ক্ষতিকারক অ্যাপ এবং স্ক্যাম কল থেকে রক্ষা করবে।

Samsung DeX-এর সাথে কাজ করে অ্যান্ড্রয়েড ১৬ "ডেস্কটপ উইন্ডো" ফিচার নিয়ে এসেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা বড় স্ক্রিনে একাধিক অ্যাপ উইন্ডো খুলতে, সরাতে এবং আকার পরিবর্তন করতে পারবেন। এই বছরের শেষের দিকে কাস্টম কীবোর্ড শর্টকাটও যুক্ত হবে, যা উৎপাদনশীলতা আরও বাড়াবে। ভবিষ্যতের আপডেটগুলোতে ট্যাবলেট ও ফোনকে বাহ্যিক ডিসপ্লের সাথে সংযুক্ত করার সুবিধাও আসবে।

অ্যান্ড্রয়েড ১৬-তে আরও অনেক ফিচার রয়েছে, যেমন HDR স্ক্রিনশট, অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, আইডেন্টিটি চেক। Pixel এবং অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসগুলিতে এই আপডেটগুলো শীঘ্রই পাওয়া যাবে, এবং এই বছরের শেষের দিকে Pixel ও Wear OS 6-এ আরও ম্যাটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ ডিজাইন আপডেট আসবে।

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@ProthomDesh24.com

তথ্য ও প্রযুক্তি বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক
সৈয়দ মোমেনুজ্জামান

ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না

বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত

ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ

Develop by _ DigitalSolutions.Ltd