ছবি : সংগৃহীত
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো গুগল ওয়ালেট (গুগল পে)। সিটি ব্যাংক, গুগল, ভিসা ও মাস্টারকার্ডের যৌথ উদ্যোগে চালু হওয়া এই সেবা এখন দেশের ব্যবহারকারীদের জন্য খুলে দিল আন্তর্জাতিক মানের নিরাপদ ও আধুনিক ডিজিটাল পেমেন্টের দ্বার।
আন্তর্জাতিক লেনদেনে সহজতা
এখন থেকে সিটি ব্যাংকের ভিসা বা মাস্টারকার্ড যুক্ত করে বিশ্বের যেকোনো এনএফসি-পস টার্মিনালে ট্যাপ করে লেনদেন করা যাবে। ভ্রমণ কিংবা বৈদেশিক কেনাকাটা হবে আরও সহজ।
ফ্রিল্যান্সার ও আন্তর্জাতিক লেনদেনকারীদের জন্য সহায়ক
ফ্রিল্যান্সার, শিক্ষার্থী, উদ্যোক্তা ও রেমিট্যান্স গ্রহণকারীরা গুগল ওয়ালেটের মাধ্যমে সাবস্ক্রিপশন ফি পরিশোধ, অনলাইন কেনাকাটা কিংবা পেমেন্ট পেতে পারবেন আরও সহজে।
স্মার্ট ও নিরাপদ প্রযুক্তি
এনএফসি প্রযুক্তি থাকায় কার্ড ছাড়াই ফোন ছুঁয়ে লেনদেন করা যাবে। গুগল ওয়ালেট ব্যবহার করে টোকেনাইজেশন ও এনক্রিপশন প্রযুক্তিতে তথ্য থাকবে সুরক্ষিত। হারিয়ে গেলে 'ফাইন্ড মাই ডিভাইস'-এর মাধ্যমে ওয়ালেট ব্লক করা সম্ভব।
কোনো অতিরিক্ত চার্জ নয়
স্থানীয় লেনদেনে অতিরিক্ত কোনো চার্জ নেই। আন্তর্জাতিক লেনদেনে শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যাংকের নির্ধারিত ফি প্রযোজ্য হবে।
ভবিষ্যতের ব্যবহার
শুধু পেমেন্টই নয়— ভবিষ্যতে এতে যুক্ত হবে ট্রানজিট পাস, ফ্লাইট বোর্ডিং পাস, ইভেন্ট টিকিট ও ইউটিউব প্রিমিয়ামসহ অন্যান্য ডিজিটাল পরিষেবা।
যেভাবে শুরু করবেন
১. অ্যান্ড্রয়েড ফোনে এনএফসি চালু করুন
২. গুগল ওয়ালেট অ্যাপ ডাউনলোড করুন
৩. সিটি ব্যাংকের ভিসা বা মাস্টারকার্ড যুক্ত করে পিন বা বায়োমেট্রিক সুরক্ষা দিন
গুগল ওয়ালেট চালুর মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট খাতে যুক্ত হলো নতুন এক মাইলফলক— স্মার্ট, সুরক্ষিত ও আন্তর্জাতিক মানের এক নতুন যুগের সূচনা।
ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না
বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ
Develop by _ DigitalSolutions.Ltd