ঢাকা, ০৮ জুলাই, ২০২৫
ProthomDesh24

৮০,৭২৩ হজযাত্রী সৌদিতে, মৃত্যু ১৫,

মক্কায় হজ প্রতিনিধি দল-২০২৫ এর বিশেষ সভা অনুষ্ঠিত

মক্কায় হজ প্রতিনিধি দল-২০২৫ এর বিশেষ সভা অনুষ্ঠিত

Publish : 05:39 AM, 31 May 2025.
নিজস্ব প্রতিবেদক :

শুক্রবার (৩০ মে) সৌদির দিবাগত রাত ০৯:০০ ঘটিকায় বাংলাদেশ হজ অফিস, মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ড. আ ফ ম খালিদ হোসেন এর সভাপতিত্বে হজ প্রতিনিধি দল-২০২৫ এর এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ থেকে সরকারি এবং বেসরকারি মাধ্যমে আগত হজযাত্রীদের মক্কা, মিনা এবং আরাফাতে আবাসন, যাতায়াত, খাবার নির্বিঘ্ন এবং নিরাপদ করার বিষয়সহ হজ ব্যবস্থাপনার সর্বশেষ প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় অন্যান্যের মধ্যে ধর্ম মন্ত্রনালয়ের মাননীয় সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, হজ প্রতিনিধি দলের সদস্যবৃন্দ, প্রশাসনিক দলের দলনেতা, কাউন্সিলর হজ, প্রশাসনিক দলের সদস্যবৃন্দ, চিকিৎসক দলের দলনেতা, সভাপতি ও মহাসচিব (হাব), আইটি দলের দলনেতাসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২৯ মে) মক্কায় আরও তিন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তারা হলেন—গাজীপুর পূর্ব টঙ্গীর আবুল কালাম আজাদ (৬২), মাদারীপুর সড়ক সদরের মোজলেম হাওলাদার (৬৩) ও জয়পুরহাট পাঁচবিবির মো. মোস্তাফিজুর রহমান (৫৩)। এ নিয়ে হজ মৌসুমে মোট  ১৫ জনের মৃত্যু হয়েছে। 

এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন। আজ দুপুর ১১.০০টা পর্যন্ত তিনটি এয়ারলাইন্সের মোট ২০৮টি ফ্লাইটে ৮০ হাজার ৭২৩ জন বাংলাদেশী হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।পবিত্র হজ-২০২৫ প্রতিদিনের বুলেটিন’ থেকে এ তথ্য জানা গেছে।

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@ProthomDesh24.com

ধর্ম বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক
সৈয়দ মোমেনুজ্জামান

ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না

বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত

ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ

Develop by _ DigitalSolutions.Ltd