বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। আগামী ১০ জিলহজ ১৪৪৬ হিজরি, অর্থাৎ ৭ জুন ২০২৫ শনিবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সময়সূচি জানানো হয়েছে।
প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, এতে ইমামতি করবেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, যাত্রাবাড়ী, ঢাকার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী এবং মুকাব্বিরের দায়িত্বে থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খাদেম মোঃ আব্দুল হাদী। দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে, যেখানে মুফাসসির ইসলামিক ফাউন্ডেশনের ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী ইমামতি করবেন এবং বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খাদেম মোঃ নাসির উল্লাহ মুকাব্বির হিসেবে থাকবেন। তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে, এতে ইমামের দায়িত্বে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগের সম্পাদক ড. মুশতাক আহমদ এবং মুকাব্বির হিসেবে থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খাদেম মোঃ বিল্লাল হোসেন।
চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে, যেখানে ইসলামিক ফাউন্ডেশনের মুফতী মোঃ আব্দুল্লাহ ইমামতি করবেন এবং বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খাদেম মোঃ আমির হোসেন মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন। পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০.৪৫টায় অনুষ্ঠিত হবে, এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের ভাষা শিক্ষক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন এবং মুকাব্বিরের দায়িত্বে থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খাদেম মোঃ জহিরুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, উপর্যুক্ত ৫টি জামাতে কোনো ইমাম উপস্থিত না থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরীয়ান মাওলানা মোঃ শহিদুল ইসলাম। এছাড়া, বিকল্প মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন খাদেম মোঃ রুহুল আমীন।
ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না
বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ
Develop by _ DigitalSolutions.Ltd