ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ। ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামি'আ-সহ বিভিন্ন স্থানে মোট পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বুধবার (০৪ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামি'আয় যথারীতি দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ৭:৩০টায়, এতে ইমামতি করবেন উর্দু বিভাগের অধ্যাপক ড. রশিদ আহমদ। দ্বিতীয় জামাত সকাল ৮:৩০টায় অনুষ্ঠিত হবে, যেখানে মসজিদের সিনিয়র মোয়াজ্জিন এম এ জলিল ইমামতি করবেন।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের আরও তিনটি স্থানে ঈদুল আযহা’র জামাত অনুষ্ঠিত হবে। সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭:০০টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল লনে সকাল ৮:০০টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে সকাল ৮:০০টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না
বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ
Develop by _ DigitalSolutions.Ltd