ঢাকা, ০৮ জুলাই, ২০২৫
ProthomDesh24

ঝালকাঠিতে আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদুল আজহা উদযাপন

ঝালকাঠিতে আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদুল আজহা উদযাপন

ঈদুল আজহার নামাজ শেষে মোনাজাত করছেন মুসল্লিরা। ছবি: প্রথম দেশ

Publish : 01:28 PM, 07 June 2025.
নিজস্ব প্রতিবেদক :

সারা দেশের মতো ঝালকাঠিতেও উৎসবমুখর পরিবেশ, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। শনিবার (৭ জানুয়ারি) সকাল থেকে জেলার প্রতিটি ঈদগাহ ও মসজিদে ছিল মুসল্লিদের ভিড়।

ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। এই জামাতে প্রায় ৫ হাজার মুসল্লি নামাজ আদায় করেন। একই স্থানে সকাল ৭টা ৩০ মিনিটে দ্বিতীয় এবং সকাল ৮টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতই ছিল মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত।

কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত প্রথম জামাতে জেলা প্রশাসক আশ্রাফুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ সৈয়দ হোসেন, জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, ঝালকাঠি জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান খাঁনসহ প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।

জেলার তিন শতাধিক মসজিদ ও ময়দানে ঈদ জামাতের আয়োজন করা হয়। প্রতিটি স্থানেই ছিল ঈদের আনন্দ ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত এক ভিন্ন চিত্র। ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করেন।

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@ProthomDesh24.com

ধর্ম বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক
সৈয়দ মোমেনুজ্জামান

ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না

বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত

ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ

Develop by _ DigitalSolutions.Ltd