ঢাকা, ০৮ জুলাই, ২০২৫
ProthomDesh24

বাজেট ২০২৫-২৬

প্রতিরক্ষা খাতে ৪০ হাজার ৮৫১ কোটি টাকা বরাদ্দ

প্রতিরক্ষা খাতে ৪০ হাজার ৮৫১ কোটি টাকা বরাদ্দ

Publish : 01:09 PM, 02 June 2025.
নিউজ ডেস্ক :

২০২৫-২৬ অর্থবছরে প্রতিরক্ষা খাতের জন্য প্রস্তাবিত বাজেটে ৪০ হাজার ৮৫১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা বিদায়ী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় ১ হাজার ১৬৩ কোটি টাকা কম।
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ চাওয়া হয়েছিল ৪২ হাজার ১৪ কোটি টাকা। যদিও ওই অর্থবছরে সংশোধিত বা অনুমোদিত বাজেট দাঁড়িয়েছিল ৩৯ হাজার ৪১৫ কোটি টাকা।
সোমবার (২ জুন) অর্থ উপদেষ্টার প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর অর্থ বিভাগের ‘পরিচালন ও উন্নয়ন’ সংক্রান্ত বাজেট বই থেকে এই তথ্য জানা যায়।
প্রস্তাবিত এই বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি), আবওয়া অধিদপ্তরসহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্নখাতে ২০২৫-২৬ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন ব্যয় হিসেবে ওই ৪০ হাজার ৮৫১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যেখানে পরিচালন ব্যয় ৩৯ হাজার ৯৩৫ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৯১৬ কোটি টাকা।
যেসব খাতে ওই ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে সেগুলোর একটি বিবরণ দেওয়া হয়েছে উন্নয়ন ও পরিচালন ব্যয় সংক্রান্ত বাজেট বইয়ে। সেগুলো হচ্ছে- চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহে (ত্রিশাল) মিলিটারি ফার্ম আধুনিকায়ণ, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ক্যান্সার সেন্টার নির্মাণ (২য় পর্যায়), মোংলা কামান্ডার ফ্লোটিলা ওয়েস্টের (কমফ্লোট ওয়েস্ট) অবকাঠামো উন্নয়ন, চট্টগ্রামে বিমান বাহিনীর (বিএএফ) ঘাঁটি জহদুল হকে বিমান সেনা প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন (১ম সংশোধিত), টাঙ্গাইলের পাহাড় কাঞ্চনপুরে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটিতে এডিসিসি নর্থ স্থাপন, ডিজিএফআই’র টেলিযোগাযোগ ও আইসিটি অবকাঠামো, মানবসম্পদ ও কারিগরি সক্ষমতা উন্নয়ন (টিআইএইচডিটিসিবি) (২য় সংশোধিত), ইলেক্ট্রনিক ডিফেন্স প্রকিউরমেন্ট (ই-ডিপি) সিস্টেম (২য় সংশোধিত), ‘জিএনএসএস করসের’ নেটওয়ার্ক পরিধি সম্প্রসারণ এবং টাইডল স্টেশন আধুনিকীকরণ (১ম সংশোধিত), বাংলাদেশের উপজেলাগুলোর ডিজিটাল মানচিত্র (টপোগ্রাফিক) প্রণয়ন এবং আবহাওয়া ও জলবায়ু সেবার সক্ষমতা বৃদ্ধি।

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@ProthomDesh24.com

অর্থনীতি বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক
সৈয়দ মোমেনুজ্জামান

ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না

বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত

ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ

Develop by _ DigitalSolutions.Ltd