ঢাকা, ০৮ জুলাই, ২০২৫
ProthomDesh24

রিজার্ভ ছাড়ালো ২৭ বিলিয়ন ডলার

রিজার্ভ ছাড়ালো ২৭ বিলিয়ন ডলার

ছবি: সংগৃহীত

Publish : 07:02 AM, 25 June 2025.
নিজস্ব প্রতিবেদক :

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অর্থ ছাড়ের সঙ্গে রেমিট্যান্সের রেকর্ড প্রবাহে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বর্তমানে দেশের মোট গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২ হাজার ৭৩০ কোটি বা ২৭ দশমিক ৩০ বিলিয়ন মার্কিন ডলার। তবে বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী রিজার্ভ প্রায় ২ হাজার ২২৪ কোটি বা ২২ দশমিক ২৪ বিলিয়ন ডলার।
মঙ্গলবার (২৪ জুন) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
এর আগে সোমবার (২৩ জুন) পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট (গ্রস) রিজার্ভ ছিল ২ হাজার ৬৮২ কোটি বা ২৬ দশমিক ৮২ বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্দেশিত হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী এ সময়ে রিজার্ভের পরিমাণ ছিল ২ হাজার ১৭৫ কোটি বা ২১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।
এরও আগে গত ২৭ মে পর্যন্ত দেশের মোট (গ্রস) রিজার্ভ ছিল প্রায় ২ হাজার ৫৮০ কোটি ডলার বা ২৫ দশমিক ৮০ বিলিয়ন মার্কিন ডলার। বিপিএম-৬ অনুযায়ী, এ সময় রিজার্ভের পরিমাণ ছিল ২ হাজার ৫৬ কোটি ২২ লাখ ডলার বা ২০ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@ProthomDesh24.com

অর্থনীতি বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক
সৈয়দ মোমেনুজ্জামান

ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না

বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত

ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ

Develop by _ DigitalSolutions.Ltd