ছবি: সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচির মধ্যেই অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে বসছে আন্দোলনকারীরা প্রতিনিধি দল। রোববার (২৯ জুন) বিকেল ৪টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।
এদিকে দ্বিতীয় দিনের মতো রাজধানীসহ সারাদেশে চলছে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের ‘শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি।
রোববার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। তবে শনিবারের তুলনায় প্রধান ফটকে প্রবেশে কিছুটা শিথিলতা দেখা গেছে। পরিচয়পত্র দেখিয়ে অনেক কর্মকর্তা ভবনের ভেতরে প্রবেশ করছেন।
রাজস্ব ভবনের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবারের মতো আজও র্যাব, পুলিশ, কোস্টগার্ড, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। তবে নিরাপত্তাকর্মীর সংখ্যা কিছুটা কম।
এর আগে শনিবার দুপুরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানায়, এনবিআর চেয়ারম্যানকে অপসারণের দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চলবে। পরিষদের নেতারা বলেন, তারা সরকারের সঙ্গে আলোচনায় আগ্রহী, তবে আলোচনার আগে এনবিআর চেয়ারম্যানের অপসারণ অপরিহার্য।
ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না
বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ
Develop by _ DigitalSolutions.Ltd