ঢাকা, ০৮ জুলাই, ২০২৫
ProthomDesh24

শেয়ার বাজার

অর্থবছরের প্রথম লেনদেনে সূচক ঊর্ধ্বমুখী

অর্থবছরের প্রথম লেনদেনে সূচক ঊর্ধ্বমুখী

অর্থবছরের প্রথম লেনদেনে সূচক ঊর্ধ্বমুখী

Publish : 06:26 AM, 03 July 2025.
অর্থনৈতিক প্রতিবেদক :

নতুন অর্থবছরে শেয়ারবাজারের লেনদেন শুরু হয়েছে ঊর্ধ্বমুখী ধারায়। গতকাল বুধবার তালিকাভুক্ত প্রায় ৬৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬ শতাংশের। বেশির ভাগ শেয়ারের দর বাড়ায় প্রধান মূল্য সূচক ডিএসইএক্স প্রায় ২৭ পয়েন্ট বেড়ে ৪৮৬৫ পয়েন্ট ছাড়িয়েছে। এ ছাড়া লেনদেন ১৫ কোটি টাকা বেড়ে ৪৭৯ কোটি টাকায় উন্নীত হয়েছে।

কিছু দিন ধরে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী ধারা রয়েছে। গত ২৩ জুন থেকে গতকাল পর্যন্ত সর্বশেষ ছয় কর্মদিবসের মধ্যে পাঁচ দিন দর, সূচক ও লেনদেন বেড়েছে। গত ৩০ জুন মাত্র দেড় পয়েন্ট হারায় ডিএসইএক্স। বাকি সময়ে বেড়েছে ১৮৯ পয়েন্ট।

বাজারের এ ধারায় কিছুটা স্বস্তিতে বিনিয়োগকারী এবং বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা। তারা বলেন, শেয়ারবাজার পরিস্থিতি উন্নয়নে সরকারের কিছু পদক্ষেপ বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার করেছে। অন্যদিকে ভারত-পাকিস্তানের পর ইরান-ইসরায়েল সংঘাত বন্ধ হওয়ার প্রভাবও রয়েছে।

জানতে চাইলে আইডিএলসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুদ্দিন সমকালকে বলেন, জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণার ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ারবাজারে। এ ছাড়া রেমিট্যান্স ও রপ্তানি প্রবৃদ্ধি মানুষ ইতিবাচক হিসেবে দেখছে। সুদের হারও কমার আভাস মিলছে। ক্রমাগত দর পতনে সিংহভাগ শেয়ারের দর তলানিতে নেমেছিল। বর্তমান পরিস্থিতিতে আশাবাদী বিনিয়োগকারীদের কেউ কেউ নতুন করে বিনিয়োগ শুরু করেছেন। তার প্রতিফলন বাজারে দেখা যাচ্ছে।

গতকাল ডিএসইতে তালিকাভুক্ত ৩৬০ কোম্পানির শেয়ারের মধ্যে ৩৫৬টির কেনাবেচা হয়েছে। এর মধ্যে ২৫৭টির বা ৬৫ শতাংশের দর বেড়েছে। বিপরীতে ৬৪টির দর কমেছে এবং অপরিবর্তিত ছিল ৩৫টির দর। এ ছাড়া তালিকাভুক্ত ৩৭ মেয়াদি মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৮টির দর বেড়েছে, কমেছে চারটির। খাতওয়ারি লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, টেলিযোগাযোগ ছাড়া বাকি সব খাতের অধিকাংশ শেয়ারের দর বেড়েছে। তুলনামূলক বেশি দর বেড়েছে বীমা খাতের। এ খাতের তালিকাভুক্ত ৫৮ কোম্পানির মধ্যে ৫৪টির দর বেড়েছে।

সার্বিক ঊর্ধ্বমুখী ধারায় গতকাল ৩৩ কোম্পানির শেয়ারদর ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে। গতকাল সর্বাধিক ১০ শতাংশ দর বেড়েছে দেশ গার্মেন্টস এবং ইসলামিক ফাইন্যান্স কোম্পানির। দেশ গার্মেন্টসের শেয়ারদর গত এক মাসে প্রায় দ্বিগুণ বেড়ে ৬০ টাকা থেকে ১১৫ টাকায় এবং ইসলামিক ফাইন্যান্সের দর সর্বশেষ ছয় কর্মদিবসে ৩০ শতাংশ বেড়ে ৮ টাকা ৬০ পয়সায় উঠেছে।

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@ProthomDesh24.com

অর্থনীতি বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক
সৈয়দ মোমেনুজ্জামান

ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না

বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত

ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ

Develop by _ DigitalSolutions.Ltd