ঢাকা, ০৮ জুলাই, ২০২৫
ProthomDesh24

ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষে

কাঁচা চামড়ার মূল্য নির্ধারণসহ রপ্তানির শর্ত শিথিল

কাঁচা চামড়ার মূল্য নির্ধারণসহ রপ্তানির শর্ত শিথিল

ছবি: সংগৃহীত

Publish : 07:08 AM, 05 June 2025.
নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষে কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ এবং এর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় একটি জরুরি নির্দেশনা জারি করেছে। মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সভাপতিত্বে গত ২২ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশনা দেওয়া হয়েছে। চামড়া শিল্পের অংশীজন ও অ্যাসোসিয়েশনগুলোর মতামত এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় লবণযুক্ত গরুর কাঁচা চামড়ার ক্ষেত্রে ঢাকায় প্রতি বর্গফুট ৬০-৬৫ টাকা এবং ঢাকার বাইরে প্রতি বর্গফুট ৫৫-৬০ টাকা। ছোট মানের সম্পূর্ণ পশুর চামড়ার মূল্য ঢাকায় ১৩৫০ টাকা এবং ঢাকার বাইরে ১১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। খাসির কাঁচা চামড়ার মূল্য সারাদেশে প্রতি বর্গফুট ২২-২৭ টাকা এবং বকরির কাঁচা চামড়ার মূল্য ২০-২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস.এইচ.এম. মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত এই নির্দেশনায় কাঁচা চামড়া এবং ওয়েট ব্লু  চামড়া রপ্তানির শর্ত তিন (০৩) মাসের জন্য শিথিল করা হবে মর্মে উল্লেখ করা হয়েছে। 

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@ProthomDesh24.com

অর্থনীতি বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক
সৈয়দ মোমেনুজ্জামান

ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না

বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত

ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ

Develop by _ DigitalSolutions.Ltd