কর্ণফুলী ইপিজেড হাসপাতাল ট্রাস্টি বোর্ড কর্তৃক পরিচালিত কর্ণফুলী ইপিজেড হাসপাতালে জনবল নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগামী ১০/০৭/২০২৫ ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে আবেদনপত্র নির্বাহী পরিচালক, কর্ণফুলী ইপিজেড, উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম-৪২০৪, বরাবরে ডাকযোগে পৌঁছাতে হবে। আবেদন ফরম বেপজার ওয়েবসাইট www.bepza.gov.bd থেকে ডাউনলোড করা যাবে।
১. প্রধান চিকিৎসা কর্মকর্তা (চুক্তিভিত্তিক)
পদের সংখ্যা: ০১ জন
বয়সসীমা: (১০/০৭/২০২৫ তারিখ অনুযায়ী): সর্বোচ্চ ৬০ বছর।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে অবশ্যই এফসিপিএস/এমপিএইচ ডিগ্রীধারী হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য ডিগ্রী/ট্রেনিং থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। চিকিৎসা পেশায় অধিকতর অভিজ্ঞতাসম্পন্ন ও প্রশাসনিক কাজে দক্ষ/অভিজ্ঞ প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে।
২. গাইনোকোলজিস্ট (চুক্তিভিত্তিক) (সপ্তাহে ০৩ দিন)
পদের সংখ্যা: ০১ জন
বয়সসীমা: (১০/০৭/২০২৫ তারিখ অনুযায়ী): ৪২ বছর (বিশেষ ক্ষেত্রে ৫০ বছর পর্যন্ত শিথিলযোগ্য)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এফ.সি.পি.এস./এম.এস./ডি.জি.ও. ডিগ্রীধারী অথবা বি.এম.ডি.সি. কর্তৃক স্বীকৃত সমমানের ডিগ্রীধারী হতে হবে। বি.এম.ডি.সি হতে রেজিস্ট্রেশনধারী হতে হবে।
বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে।
আবেদন ফি: Karnaphuli EPZ Hospital এর অনুকূলে যে কোনো তফসিলী ব্যাংক হতে প্রধান চিকিৎসা কর্মকর্তা পদে ৬০০/- টাকা এবং গাইনোকোলজিস্ট পদে ৩০০/- টাকা মূল্যমানের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।
ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না
বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ
Develop by _ DigitalSolutions.Ltd