ঢাকা, ০৮ জুলাই, ২০২৫
ProthomDesh24

৪৪তম বিসিএসে পিএসসি’র সুপারিশে বিভিন্ন ক্যাডারে ১৬৯০ জন

৪৪তম বিসিএসে পিএসসি’র সুপারিশে বিভিন্ন ক্যাডারে ১৬৯০ জন

Publish : 07:17 PM, 30 June 2025.
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর বিভিন্ন ক্যাডারের মোট ১,৭১০টি শূন্য পদে ১,৬৯০ জন যোগ্য প্রার্থীকে মেধাক্রম ও সরকারের সর্বশেষ কোটা নীতির ভিত্তিতে সাময়িক মনোনয়ন প্রদান করেছে। তবে কিছু কারিগরি ও পেশাগত ক্যাডারে যোগ্য প্রার্থী না থাকায় ২০টি পদে মনোনয়ন দেয়া হয়নি। কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের সনদপত্র ও অন্যান্য তথ্য যাচাইয়ের পর নিয়োগকারী কর্তৃপক্ষ চূড়ান্ত নিয়োগ দিবেন।

বিপিএসসি জানায়, আবেদনপত্রে মিথ্যা তথ্য প্রদান, তথ্য গোপন, জাল সার্টিফিকেট জমা বা প্রতারণার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিয়োগের পর এমন কোনো তথ্য প্রকাশ পেলে চাকরিচ্যুতি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বি.সি.এস. (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪ অনুযায়ী, মেডিকেল বোর্ডের স্বাস্থ্য পরীক্ষা ও জীবনবৃত্তান্ত যাচাইয়ের পর সরকারের পক্ষ থেকে নিয়োগ নিশ্চিত করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও সকল প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। ক্যাডার পদে মনোনয়ন না পাওয়া প্রার্থীদের নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা হবে, যদিও এটি নিশ্চয়তা নয়।

বিপিএসসি আরও জানায়, নন-ক্যাডার পদে মনোনয়ন না পাওয়া ৮,২৭২ জন প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। প্রার্থীরা www.bpsc.gov.bd এবং bpsc.teletalk.com.bd ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবেন। এছাড়া, SMS পদ্ধতিতেও ফলাফল জানা যাবে। ফলাফল জানতে ‘PSC 44 Registration Number’ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@ProthomDesh24.com

ক্যারিয়ার ও চাকরি বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক
সৈয়দ মোমেনুজ্জামান

ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না

বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত

ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ

Develop by _ DigitalSolutions.Ltd