ছবি: প্রথম দেশ গ্রাফিক্স
জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগে রাজস্ব প্রশাসনের অধীনে ৭টি ভিন্ন পদে মোট ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে শুধুমাত্র নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও পদসংখ্যা
১। নাজির কাম ক্যাশিয়ার-০১
২। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-০৫
৩। সার্টিফিকেট পেশকার-০১
৪। সার্টিফিকেট সহকারী-০১
৫। ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী-০১
৬। মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী-০৩
৭। ট্রেসার-০২
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা, টাইপিং গতি বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম ২০ শব্দ তবে ট্রেসার পদের জন্য ড্রয়িং বিষয়ে ৬ মাসের কোর্স থাকতে হবে।
বেতন গ্রেড ও স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০ টাকা)।
প্রার্থীর বয়সসীমা: ০১ জুলাই ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের সময়সীমা: ০১ জুলাই ২০২৫ তারিখ সকাল ১০:০০টা থেকে শুরু হয়ে ৩১ জুলাই ২০২৫ তারিখ রাত ১২:০০টা পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://dcnarayanganj.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
পরীক্ষার পদ্ধতি: জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিধিমালার নির্ধারিত পদের তফসিল অনুযায়ী লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। শুধুমাত্র লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন।
আবেদন ফি: সাধারণ প্রার্থীদের জন্য: ১০০/- টাকা + সার্ভিস চার্জ ১২/- টাকা = মোট ১১২/- টাকা। অনগ্রসর শ্রেণি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য: ৫০/- টাকা + সার্ভিস চার্জ ৬/- টাকা = মোট ৫৬/- টাকা। Teletalk প্রিপেইড মোবাইল নম্বর থেকে এই ফি অনলাইন আবেদনপত্র দাখিলের ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে।
পরীক্ষার তারিখ, সময় ও স্থান: পরবর্তীতে ওয়েবসাইট ও মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
চাকরির আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না
বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ
Develop by _ DigitalSolutions.Ltd