ছবি: সংগ্রহিত
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ইলেকট্রিক সিগারেট (ই-সিগারেট), রিফিল, কার্টিজ, কয়েলের একটি চালান আটক করা হয়েছে।
রোববার সকালে আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের একজন যাত্রীর কাছ থেকে এই চালান আটক করা হয়েছে। ওই যাত্রীর নাম মোহাম্মদ আইয়ুব। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বিমানবন্দরে বেল্ট থেকে ওই যাত্রী ব্যাগেজ সংগ্রহ করে কাস্টমসের গ্রিন চ্যানেল পার হচ্ছিলেন আইয়ুব। এ সময় বিমানবন্দর এনএসআই টিম গোপন তথ্যের ভিত্তিতে তার ব্যাগেজ তল্লাশি করে ২০টি ইলেকট্রিক সিগারেট, ৪৯০টি সিগারেট রিফিল লিকুইড, ২৮০টি সিগারেট কার্টিজ এবং ৩০টি সিগারেট কয়েল পাওয়া যায়। এসব পণ্যের বাজার মূল্য আনুমানিক ১০ লাখ ৭৩ হাজার টাকা। তবে প্রথমবারের মতো অভিযুক্ত হওয়ায় পণ্যসামগ্রী রেখে দিয়ে ওই যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে।
ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না
বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ
Develop by _ DigitalSolutions.Ltd