ঢাকা, ০৮ জুলাই, ২০২৫
ProthomDesh24

দরপত্র বাক্স খোলার আগেই মুদ্রিত ক্যালেন্ডার বিতরণ

দরপত্র বাক্স খোলার আগেই মুদ্রিত ক্যালেন্ডার বিতরণ

দরপত্র বাক্স খোলার আগেই মুদ্রিত ক্যালেন্ডার বিতরণ

Publish : 07:04 AM, 04 July 2025.
নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দেয়াল ও টেবিল ক্যালেন্ডার মুদ্রণের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। দরপত্র জমা দেওয়ার পর বাক্স না খুলেই ক্যালেন্ডারের মুদ্রণ কপি বিতরণ করা হয়েছে। অভিযোগ উঠেছে ‘পছন্দের’ ঠিকাদারকে আগেই কাজটি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।
সংশ্লিষ্টরা বলছেন, দরপত্র জমা দেওয়ার পর মূল্যায়ন কমিটি সেগুলো যাচাই-বাছাই করে। অথচ কমিটির অনেক সদস্যই এ বিষয়ে কিছু জানেন না। আসলে প্রক্রিয়াটি ছিল ‘লোক দেখানো’ এবং পূর্বনির্ধারিত ঠিকাদারের হাতে আগেই কাজ তুলে দেওয়া হয়েছে। তারা আগেই কাজ করে ক্যালেন্ডার বিতরণ করেছেন।
কোষাধ্যক্ষ ও দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি অধ্যাপক (অবসরপ্রাপ্ত) মতিয়ার রহমান বলেন, নিয়ম মেনেই দরপত্র আহ্বান করা হয়। তবে বিষয়টি নিয়ে এখন কিছু বলতে পারছি না। কাগজপত্র দেখে তারপর কথা বলতে হবে।
কোষাধ্যক্ষের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ জুন রাজশাহী ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ক্যালেন্ডার মুদ্রণের জন্য দরপত্র আহ্বান করে জনসংযোগ দপ্তর। দরপত্র জমার শেষ সময় ছিল ৩০ জুন বেলা সাড়ে ১১টা। একই দিন দুপুর ১২টায় ঠিকাদারদের উপস্থিতিতে কোটেশন বাক্স খোলার কথা ছিল। সেই বাক্স এখন পর্যন্ত খোলা হয়নি। অথচ এরই মধ্যে ক্যালেন্ডার মুদ্রণ শেষ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে বিতরণ করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার জানান, সাধারণত দরপত্র যাচাই-বাছাইয়ের পর সর্বনিম্ন দরদাতাকে কাজ দেওয়া হয়। এ প্রক্রিয়া সবার সামনে কোষাধ্যক্ষের কার্যালয়ে সম্পন্ন হয়। এবার তা মানা হয়নি। তারা প্রশ্ন তুলেছেন, দরপত্র গ্রহণের পরদিনই কীভাবে মুদ্রণ কাজ শেষ হলো?
কোষাধ্যক্ষ দপ্তরের উপ-রেজিস্ট্রার মো. আনোয়ারুজ্জামান বলেন, ‘প্রতি বছর জুলাই মাসের শুরুতে ক্যালেন্ডার বিতরণ করা হয়। এবার ক্যালেন্ডার মুদ্রণে দরপত্র জমা দেওয়ার ও ঠিকাদার নির্বাচনের শেষ সময় ছিল ৩০ জুন। প্রতিবার সাধারণত আরও আগে দরপত্র আহ্বান করা হয়। জনসংযোগ দপ্তরকে বারবার তাগাদা দেওয়ার পরও তারা সাড়া দেয়নি। সেই দরপত্র জমার বাক্স এখনও আমাদের দপ্তরেই পড়ে আছে।’
অভিযোগের বিষয়ে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, ‘আমি এখন রাজশাহীর বাইরে। ফিরে এসে বিষয়টি দেখব এবং আপনার সঙ্গে কথা বলব।’
উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@ProthomDesh24.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক
সৈয়দ মোমেনুজ্জামান

ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না

বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত

ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ

Develop by _ DigitalSolutions.Ltd