বরিশালের বাকেরগঞ্জে সত্তর বছরের এক বৃদ্ধকে ঝাড়ুপেটা ও টুপি খুলে মাথায় মল দেয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে।
বৃদ্ধকে ঝাড়ুপেটা ও টুপি খুলে মাথায় মানুষের মল দেয়ার একটি ভিডিও বৃহস্পতিবার সকালে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হলে বিষয়টি জানাজানি হয়।
গত মঙ্গলবার (১ জুলাই) উপজেলার নিয়ামতি ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব হাসাননগর গ্রামে এ ঘটনা ঘটেছে।
এঘটনায় বৃদ্ধ লাল মিয়া হাওলাদার বাদি হয়ে মঙ্গলবার বেলা ২ টায় বাকেরগঞ্জ থানায় ছয় জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন কৃষ্ণনগর গ্রামের সেলিম হাওলাদারের স্ত্রী রেকসোনা বেগম (৫০) লিটন হাওলাদারের স্ত্রী নূরবানু বেগম ( ৪০) সেলিম হাওলাদারের পুত্র সাজিম হাওলাদার (২৫) ইউসুফ হাওলাদার স্ত্রী শাহনাজ বেগম (৩৫) ও রফিক মৃধার দুই পুত্র রিয়াজ মৃধা (২২) রায়হান মৃধা (২০)।
মামলা সূত্রে ও সরেজমিনে গিয়ে জানা যায়, নিয়ামতি ইউনিয়নের হাসাননগর মাদ্রাসা সংলগ্ন ব্রিজ থেকে কৃষ্ণনগর গ্রামের এলাকাবাসীর চলাচলের রাস্তায় ব্যক্তিগত উদ্যোগে বালু ফেলানোর কাজ শুরু হয়। গত মঙ্গলবার বিকেল ৪ টার সময় হাসান নগর বাজারে হাবিবুর রহমানের চায়ের দোকানে বসে উক্ত রাস্তায় বালু ফেলানোর টাকা প্রদানের বিষয় এলাকার লোকজনদের নিয়ে আলোচনার একপর্যায়ে একই এলাকার আব্দুর রশিদ হাওলাদারের সাথে তার কথাকাটাকাটি ও তর্কবিতর্ক হয়। ওই সময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের দুইজনের বিষয়টি মীমাংসা করে দেয়। পরবর্তীতে ওইদিন বিকাল চারটায় তিনি হাসান নগর বাজার থেকে বাড়িতে যাবার পথে পূর্ব কৃষ্ণনগর ওহাব মুসুল্লির বসত বাড়ির সামনে পৌঁছামাত্র পথরোধ করে আব্দুর রশিদ হাওলাদারের পুত্রবধূ রেকসোনা বেগম ও নুরবানু বেগম ঝাড়ু দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় রেকসোনার পুত্র সাজিম হাওলাদার তার মাথার টুপি খুলে পলিথিনের মধ্যে থাকা মানুষের মলমুত্র ঢেলে দেয়।
বৃদ্ধ মোঃ লাল মিয়া হাওলাদার কালবেলাকে জানান, একই এলাকার রশিদ হাওলাদারের সঙ্গে তর্কবিতর্ক হয় এ সময় ঘটনাস্থলে থাকা স্থানীয় ব্যক্তিবর্গ দুইজনের মধ্যে মীমাংসা করে দেয়।কিন্তু এঘটনা কেন্দ্র করে তাকে ঝাড়ুপেটা ও মাথার টুপি খুলে মলমূত্র মাথায় দেয়ার ঘটনায় তিনি হতবাক ও লজ্জিত। এঘটনার চার মিনিট এগারো সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে । এতে করে তিনিসহ তার পরিবারের সম্মানহানি হয়েছে। প্রশাসনের কাছে তিনি ন্যায় বিচারের দাবী জানিয়েছেন ।
উপজেলা ইসলামী যুব -আন্দোলনের সভাপতি এমএ ছবুর বলেন ,লাল মিয়া হাওলাদারকে কয়েক জন নারী ও কিছু বখাটে যুবকরা লাঞ্ছিত করেছে। সর্বস্তরের জনগণ এ ঘটনার বিচার চাচ্ছে প্রশাসনের কাছে। ন্যাক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবিও জানান তিনি।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে ও বাড়িতে গিয়ে তাদের কে পাওয়া যায়নি।
বাকেরগঞ্জ থানার ওসি তদন্ত সুরেজীত বড়ুয়া জানান লাল মিয়া নামের সত্তর বছরের বৃদ্ধকে মারধরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়া পাওয়া যায়।পরে বাদীর অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা রুজু করা হয় ।মামলা রুজু করার পরে আসামি ধরার প্রক্রিয়া চলমান আছে।
ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না
বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ
Develop by _ DigitalSolutions.Ltd