ঢাকা, ০৮ জুলাই, ২০২৫
ProthomDesh24

শেখ হাসিনার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে আরও ২ হত্যা মামলা

শেখ হাসিনার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে আরও ২ হত্যা মামলা

শেখ হাসিনা

Publish : 06:30 AM, 03 July 2025.
নিজস্ব প্রতিবেদক :

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্বিচার হামলা ও হত্যার অভিযোগে অভ্যুত্থানে ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে আরও চারটি মামলা হয়েছে। এর মধ্যে শেখ হাসিনাকে দুটি মামলায় প্রধান আসামি করা হয়েছে।

ঘটনার ১১ মাস পর গত ২৭ ও ৩০ জুন সিদ্ধিরগঞ্জ থানায় শহীদদের পরিবারের পক্ষ থেকে মামলাগুলো করা হয়। গতকাল বুধবার সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর আলম বিষয়টি প্রকাশ করেন।

জানা গেছে, গত বছর ১৯ ও ২০ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ডাচবাংলা ব্যাংকে অগ্নিকাণ্ডে ফার্নিচার মিস্ত্রি আব্দুস সালাম ও সেলিম মণ্ডল মারা যান। এ ঘটনায় ৩০ জুন আব্দুস সালমের বড় ভাই আল আমিন এবং সেলিম মণ্ডলের ভাই ওয়াজেদ আলী পৃথক দুটি মামলা করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানসহ আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ৬০ থেকে ৭০ জনকে।

এর আগে গত ২৭ জুন সিদ্ধিরগঞ্জ থানায় আরও একটি হত্যা মামলা করেন ছাত্র আন্দোলন চলাকালে মাদানীনগর এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া যুবক আলাউদ্দিনের ভাই সিরাজুল ইসলাম। এতে সাবেক এমপি শামীম ওসমানসহ চারজনকে আসামি করা হয়েছে। এ ছাড়া ছাত্র আন্দোলন চলাকালে একই দিন সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় সুজন খান নামে আরেক যুবক নিহতের ঘটনায় মামলা হয়। ৩০ জুন নিহতের বাবা মুনজিল খান মামলাটি করেন।

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@ProthomDesh24.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক
সৈয়দ মোমেনুজ্জামান

ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না

বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত

ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ

Develop by _ DigitalSolutions.Ltd