ঢাকা, ০৭ জুলাই, ২০২৫
ProthomDesh24

চাদাঁ না পেয়ে বন্দুক উচিয়ে প্রবাসীকে গুলির হুমকি বিএনপি নেতার

চাদাঁ না পেয়ে বন্দুক উচিয়ে প্রবাসীকে গুলির হুমকি বিএনপি নেতার

ছবি-সংগৃহীত

Publish : 05:33 AM, 23 June 2025.
নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সৌদি আরব প্রবাসীর কাছ থেকে দাবিকৃত চাদাঁ না পেয়ে বন্দুক দিয়ে গুলি করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। সাদিপুর ইউনিয়ন ৪ নন্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভূইয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে এ অভিযোগ উঠে।

রোববার (২২ জুন) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার সন্ধ্যায় ভুক্তভোগী প্রবাসী সোহরাব হোসেন বাদী হয়ে সোনারগাওঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় প্রবাসী সোহরাব হোসেন তার বাড়ির পাশের একটি পুকুর এক সপ্তাহ আগে মাছ চাষ করার জন্য প্রস্তুত করেন। পরে সাদিপুর ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি শাহজাহান ভূঁইয়া ও তার লোকজন প্রবাসীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় গত রোববার দুপুরে শাহজাহান ভূইয়ার নেতৃত্বে আলিফ ভূইয়া ও ফারজানা করিমসহ ১০-১২ জনের একটি দল তাকে মারধর করে। এক পর্যায়ে বিএনপি নেতা শাহজাহান ভূঁইয়া বন্দুক তাক করে গুলি করে হত্যার হুমকি দেয়। এ সময় তার স্ত্রী ফাহমিদা পারভীন এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়।

অভিযুক্ত সাদিপুর ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি শাহজাহান ভূঁইয়া বলেন, পুকুর সংস্কারের নামে আমার গাছপালা কেটে ফেলায় বাধা দিতে গিয়ে আমি মারধরের শিকার হয়েছি। তবে আমার বৈধ বন্দুক পরিষ্কার করার সময় কেড়ে নিলে সেটা ফিরিয়ে আনার সময় ছবি তুলে অপপ্রচার চালানো হচ্ছে।

সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূইয়া মাসুম বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি তদন্ত করে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, এ বিষয়ে একজ প্রবাসী অভিযোগ করেছেন। সেটি আমলে নেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@ProthomDesh24.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক
সৈয়দ মোমেনুজ্জামান

ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না

বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত

ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ

Develop by _ DigitalSolutions.Ltd