কেন্দুয়া
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রোকন উদ্দিন ভূঁইয়াকে (৬০) কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামের মসজিদের সামনে এই ঘটনা ঘটে।
রোকন ভূঁইয়া সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে নিজ বাড়ি থেকে অটোরিকশায় সান্দিকোনা বাজারে যাচ্ছিলেন রোকন ভুঁইয়া। পথে ডাউকি গ্রামের মসজিদের সামনে পৌঁছাতেই একই গ্রামের আলা বক্সের ছেলে তাইজ্জত আলীর নেতৃত্বে মাসুদ, রাকিবসহ ৫-৬ জন ধারালো অস্ত্র দিয়ে রোকন ভূঁইয়ার উপর অতর্কিত হামলা চালায়।
এ সময় তাকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় তারা। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এলাকার বাসিন্দারা জানান, কিছু দিন আগে রোকন ভূঁইয়ার ভাতিজা সজীবের সাথে তাইজ্জত আলীর ছেলে রাকিবের কথা কাটাকাটি হয়েছিল। এরই জেরে রোকন ভূঁইয়াকে কুপিয়ে জখম করে তারা।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি শান্ত রয়েছে।
ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না
বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ
Develop by _ DigitalSolutions.Ltd