ঢাকা, ০৮ জুলাই, ২০২৫
ProthomDesh24

সৌর প্যানেলে সাফল্য

প্রথমবার যুক্তরাষ্ট্রে রপ্তানি হলো বাংলাদেশের সৌর প্যানেল

প্রথমবার যুক্তরাষ্ট্রে রপ্তানি হলো বাংলাদেশের সৌর প্যানেল

ছবি: সংগৃহীত

Publish : 04:20 PM, 23 June 2025.
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের তৈরি সৌর সোলার প্যানেল জগতে দারুণ সাফল্য। বিদেশের মাটিতে রপ্তানির পথও খুলেছে। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বাজারে সোলার প্যানেল রফতানি শুরু করেছে বাংলাদেশ।
দেশীয় শিল্পপ্রতিষ্ঠান ইস্ট কোস্ট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রেডিয়েন্ট অ্যালায়েন্স লিমিটেডের উদ্যোগে ঢাকার সাভারের আশুলিয়ায় নিজস্ব কারখানায় এ প্যানেল তৈরি করা হচ্ছে, যা বিশ্ববাজারে প্রবেশ করছে ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য হিসেবে।
জানা যায়, স্বয়ংক্রিয়ভাবে তৈরি এসব সোলার প্যানেল গুণগত মানে বিদেশী আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর কাছে এরই মধ্যে বড় ধরনের আগ্রহ তৈরি করেছে।
স্থানীয় ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী রেডিয়েন্ট অ্যালায়েন্সের সাথে বাংলাদেশ বিশ্বব্যাপী নবায়নযোগ্য জ্বালানি সরবরাহে প্রবেশ করেছে, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রে সৌর পিভি মডিউলের প্রথম রপ্তানি পাঠানো হচ্ছে।
রেডিয়েন্টের একজন শীর্ষ কর্মকর্তার মতে, ১৯ জুন মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ক্লিনগ্রিড ইনকর্পোরেশনের কাছে পাঠানো প্রথম চালানটি ২১৫ কোটি টাকারও বেশি মূল্যের ছিল। চার বছরের রপ্তানি চুক্তি শুরুর এটি প্রথম ধাপ।
চুক্তির আওতায়, কোম্পানিটি ২০২৮ সাল পর্যন্ত মোট ৬৪.৬০ মেগাওয়াট (মেগাওয়াট) সৌর মডিউল সরবরাহ করবে, যার মধ্যে ১২.৪০ মেগাওয়াট ২০২৫ সালে সরবরাহের জন্য নির্ধারিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১০০ ওয়াট এবং ২০০ ওয়াট কনফিগারেশনের মডিউলগুলি সাভারের আশুলিয়ায় অবস্থিত রেডিয়েন্টের সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্ল্যান্টে তৈরি করা হয়। ৬০০ মেগাওয়াট বার্ষিক উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই প্ল্যান্টটি দেশের সবচেয়ে উন্নত প্ল্যান্টগুলির মধ্যে একটি।
রেডিয়েন্ট অ্যালায়েন্সের সিইও মাসুদুর রহিম গণমাধ্যমকে বলেন, আমরা প্রমাণ করছি যে 'মেড ইন বাংলাদেশ' বিশ্বব্যাপী বাজারে প্রতিযোগিতা করতে পারে। এটি কেবল একটি কোম্পানির মাইলফলক নয়, এটি একটি জাতীয় মাইলফলক বলে মনে করছেন তিনি।
শিল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই খাতে যেখানে চীন, ভারত এবং ভিয়েতনামের আধিপত্য সেখানে সৌর উৎপাদনে বাংলাদেশ একটি উদীয়মান প্রতিযোগী হিসেবে পথ চলা শুরু করেছে।
মাসুদুর রহিম বলেন, ২০২৬ সালের জন্য আরও ৩০০ মেগাওয়াট অর্ডারের বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে, যা স্থানীয় উৎপাদন ক্ষমতার উপর আন্তর্জাতিক আস্থার বড় একটি ইঙ্গিত।
তিনি বলেন, এটি বাংলাদেশে প্রথমবারের মতো কোনও স্থানীয় কোম্পানি সৌর পিভি মডিউল রপ্তানি করছে।রেডিয়েন্ট অ্যালায়েন্সের ১০ বছরেরও বেশি সময় ধরে উৎপাদন প্রক্রিয়া চলছে, যা পূর্বে কেবল দেশীয় সোলার হিসেবে হোম সিস্টেম (SHS) বাজারের জন্য উৎপাদন করত।
রেডিয়েন্টের পিভি মডিউলের আকার ৫০ ওয়াট থেকে ৭০০ ওয়াট, যা তার প্ল্যান্টে তৈরি করা হচ্ছে যেখানে রেডিয়েন্ট প্রায় ২০ মিলিয়ন ডলার বা প্রায় ২২০ কোটি টাকা বিনিয়োগ করেছে।
সোলার মডিউল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (SMMAB) সাধারণ সম্পাদক গোলাম বাকি মাসুদ বলেন, এটি একটি স্বপ্ন ছিল, আমরা এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম। চীনা সৌর প্যানেলের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যান্টি-ডাম্পিং শুল্ক বাংলাদেশের জন্য একটি সুযোগ তৈরি করেছে।
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ থেকে সোলার প্যানেল রফতানির ক্ষেত্রে বেশকিছু শর্ত রয়েছে বলে জানিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। বিশেষত সৌর বিদ্যুতের কাঁচামাল (সোলার সেল) নন চাইনিজ হতে হবে, অর্থাৎ চীন থেকে আমদানিকৃত কাঁচামাল দিয়ে তৈরি সোলার প্যানেল মার্কিন প্রবেশে বিধিনিষেধ রয়েছে। তাই রেডিয়েন্ট অ্যালায়েন্স এ ক্ষেত্রে লাওস থেকে কাঁচামাল আমদানি করছে। এসব সোলার সেল সাভারের কারখানায় প্রক্রিয়াজাত করে স্বয়ংক্রিয়ভাবে সোলার প্যানেল প্রস্তুত করা হচ্ছে।
রেডিয়েন্ট অ্যালায়েন্স এর আগে দেশের বাজারে সোলার হোম সিস্টেম স্থাপনে কাজ করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি বৈশ্বিক মান বজায় রাখতে সাভারের আশুলিয়ায় অবস্থিত নিজস্ব কারখানাটিকে রফতানিযোগ্য কারখানায় রূপান্তর করেছে।

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@ProthomDesh24.com

অর্থনীতি বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক
সৈয়দ মোমেনুজ্জামান

ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না

বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত

ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ

Develop by _ DigitalSolutions.Ltd