স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শহিদুল ইসলাম হাওলাদার
পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় চন্ডিপুর ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শহিদুল ইসলাম হাওলাদার (৫০) এবং তার ভাবী মুকুল বেগমকে (৫৫) কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নে চরবলেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে। পরকীয়ার জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহত শহিদুল হাওলাদার চরবলেশ্বর এলাকার মৃত মোসলেম হাওলাদারের ছেলে এবং মুকুল বেগম শহিদুল হাওলাদারের বড় ভাই মর্তুজা হাওলাদারের স্ত্রী।
এ ঘটনায় শহিদুল হাওলাদারের স্ত্রীকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহত শহিদুলের মেয়ে সুমনা আক্তার তোয়া জানান, রাত ১১টার দিকে তার বাবা শহিদুল ইসলাম বাড়ির সামনে পুকুরঘাটে বসে ছিলেন। এ সময় প্রতিবেশী সৌদি প্রবাসী ইউনুস, রফিকুল ইসলাম হাওলাদার, রফিকুলের ভাই লিটন হাওলাদারসহ আরও কয়েকজন মিলে তার বাবার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। চিৎকার শুনে শহিদুলের স্ত্রী রেহানা বেগম ও বড় ভাইয়ের স্ত্রী মুকুল বেগম দৌঁড়ে গেলে তাদের ওপরও ঝাঁপিয়ে পড়ে হামলাকারীরা। ঘটনাস্থলেই শহিদুল ইসলাম ও মুকুল বেগম নিহত হন। হামলার এক পর্যায়ে শহিদুল ইসলামের গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে তদন্তের পর বিস্তারিত জানা সম্ভব হবে। এ বিষয়ে তদন্ত চলছে।
ঘটনার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান। তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না
বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ
Develop by _ DigitalSolutions.Ltd