ঢাকা, ০৭ জুলাই, ২০২৫
ProthomDesh24

বাকেরগঞ্জে ভাসুরের হাত ধরে পালিয়েছে ছোট ভাইয়ের স্ত্রী

বাকেরগঞ্জে ভাসুরের হাত ধরে পালিয়েছে ছোট ভাইয়ের স্ত্রী

ছবি: অসিম মিস্ত্রী ও বিথীকা রানী

Publish : 03:11 PM, 02 July 2025.
বাকেরগঞ্জে (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের বাকেরগঞ্জে ভাসুরের হাত ধরে ছোট ভাইয়ের স্ত্রী পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা কাঠমিস্ত্রি উত্তমের স্ত্রী বিথীকা রানীকে নিয়ে পালিয়ে যায় একই এলাকার অতুল মিস্ত্রীর ছেলে অসিম মিস্ত্রী (৫৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ জুন কাঠমিস্ত্রি উত্তমের স্ত্রী ৩ সন্তানের জননী বিথীকা রানী (৩৮) ঘরে রক্ষিত নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেছেন প্রেমিক ভাসুর অসিমের সাথে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপরদিকে বাসুরের সাথে ছোট ভাইয়ের স্ত্রী পালিয়ে যাওয়ায় আলোচনা ও ক্ষোভ বিরাজ করছে। স্ত্রীর সন্ধান চেয়ে স্বামী উত্তম মিস্ত্রী বাকেরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

স্বামী উত্তম মিস্ত্রী বলেন,“আমি ঘটনার দিন বাজার থেকে ফিরে দেখি, ঘরে তালা লাগানো, চাবি নিচে রাখা। ছেলে-মেয়ে জানায়, তাদের মা ঘরে নেই। আমি অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরেদিন স্থানীয়দের কাছে জানতে পারি আমার কাকাতো ভাই অসিম মিস্ত্রী প্রায় সময় আমার অনুপস্থিতিতে আমাদের বাসায় আসা যাওয়া করতেন। সেই সুবাদে আমার চাচাতো ভাইয়ের সাথে বিথী পরকীয়া সম্পর্কে জড়ায়।অবশেষে অসিম মিস্ত্রী আমার ঘরে থাকা নগদ অর্থ, ভরি খানেক স্বর্ণালঙ্কারসহ আমার স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার চাই।

স্থানীয়দের ভাষ্যমতে, উত্তমের স্ত্রী বিথীকা রানী প্রায় মোবাইলে অনেক সময় ধরে কথা বলতেন।

এই ঘটনায় স্থানীয়রা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অসিম মিস্ত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি ।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, উত্তম মিস্ত্রী নামের এক ব্যক্তি তার স্ত্রী বিথীকা রানীকে খুঁজে পাওয়া যাচ্ছে না মর্মে থানায় সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@ProthomDesh24.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক
সৈয়দ মোমেনুজ্জামান

ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না

বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত

ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ

Develop by _ DigitalSolutions.Ltd