ঢাকা, ০৮ জুলাই, ২০২৫
ProthomDesh24

হজ করতে গিয়ে মক্কা মদিনায় হারিয়ে গেলে কী করবেন!

হজ করতে গিয়ে মক্কা মদিনায় হারিয়ে গেলে কী করবেন!

আরাফাত পর্বতে মুসলিম হজযাত্রী

Publish : 06:48 PM, 23 May 2025.
নিজস্ব প্রতিবেদক :

হজ পালন করতে মক্কায় এসে কিছু বুঝে ওঠার আগেই হজযাত্রী সঙ্গীদের হারিয়ে ফেলেন। হজযাত্রী হারিয়ে গেলে তাওয়াফ, সাঈ ঠিকমতো করতে পারেন না। হঠাৎ করে সঙ্গী হারিয়ে গেলে হজযাত্রী দিশেহারা হয়ে পড়েন। যদিও স্থানীয় প্রবাসী, সৌদি কর্মী, মক্কার মিসফালা এলাকায় বাংলাদেশ হজ কার্যালয়ে, মদিনার মসজিদে নববির ফাহাদ গেট দিয়ে বের হয়ে বাঙালি মার্কেটের পরে আল মাসানিয়া এলাকায় বাংলাদেশ হজ কার্যালয়ে হারানো হজযাত্রীদের পৌঁছে দেন।
সৌদি আরবে পৌঁছে মক্কায় নির্দিষ্ট বাড়িতে মালপত্র রেখে হজযাত্রীরা ওমরাহ পালন করতে বের হন। তাড়াহুড়া করে কোনো কিছু বুঝে ওঠার আগে তাওয়াফ, সাঈ করতে গিয়ে সঙ্গীদের হারিয়ে ফেলেন।
মসজিদুল হারাম বিশাল এলাকাজুড়ে। প্রায় ১০০টি প্রবেশপথ রয়েছে। তা ছাড়া মসজিদুল হারাম সম্প্রসারণের জন্য ভেতরে-বাইরে নির্মাণকাজ চলছে। প্রবেশপথগুলো দেখতে একই রকম হলেও নাম ও গেট নম্বর ভিন্ন।
ভিড়ের কারণে তাওয়াফ, সাঈ করতে গিয়ে হজযাত্রী বেশি হারান, তাই সঙ্গীকে আগে থাকতে চিনিয়ে দিন, হারিয়ে গেলে কোথায় অপেক্ষা করতে হবে। যেমন, তাওয়াফ শেষ করে কোথায় নামাজ আদায় করবেন, তা চিনিয়ে দিন। আবার সাঈ করতে গিয়ে সাফা বা মারওয়া পাহাড়ে অপেক্ষা করতে পারেন।
মক্কা ও মদিনার হজ কার্যালয়  আইটি হেল্প ডেস্ক থেকে মোয়াল্লেম বা এজেন্সির মাধ্যমে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেয়।
মসজিদুল হারাম নির্দিষ্ট প্রবেশপথ, যেমন বাদশা ফাহাদ ৭৯ নম্বর প্রবেশপথ ভিড়ের কারণে হারিয়ে গেলে বাদশা ফাহাদ ৭৯ নম্বর প্রবেশপথে অপেক্ষা করতে পারেন।
মসজিদে নববির উত্তর (ওহুদ পাহাড়) দিকে কিং ফাহাদ গেট অর্থাৎ ২১ নম্বর প্রবেশপথ ভিড়ের কারণে হারিয়ে গেলে ২১ নম্বর প্রবেশপথে অপেক্ষা করতে পারেন।
সব সময়ের জন্য আপনার সঙ্গীর মোবাইল নম্বর, এজেন্সির নাম, গ্রুপ লিডার (দলনেতা) মোবাইল নম্বর লিখে নিজের কাছে রাখুন। হারিয়ে গেলেও নির্দিষ্ট স্থানে অপেক্ষা করুন।

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@ProthomDesh24.com

ধর্ম বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক
সৈয়দ মোমেনুজ্জামান

ব্যবস্থাপনা সম্পাদক
ইব্রাহিম শরীফ মুন্না

বার্তা সম্পাদক
মাহবুব আলম সৈকত

ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
Email: news@prothomdesh24.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রথম দেশ

Develop by _ DigitalSolutions.Ltd